স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতনতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘গ্রীন জিনিয়াস’। গ্রীন প্ল্যানেট ক্লাব এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এর যৌথ আয়োজক
১৩ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়, আইইউবি ক্যাম্পাসে প্রতিযোগিতার সিম্পোজিয়াম রাউন্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সালিমুল হক, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান, কে আয়াজ রাব্বানী।
দেশ–বিদেশের ৫০টির অধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ৬০ জন সিম্পোজিয়াম রাউন্ডে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে তাঁদের আইডিয়া উপস্থাপন করেন। অন্যদিকে ঢাকার বাইরে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁদের আইডিয়া প্রদর্শনের সুযোগ পান। আইইউবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত ৩০ জন বিচারক প্রদর্শিত আইডিয়া মূল্যায়ন করেন।
২৭ মার্চ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইনজীবী ও পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পরিবেশ সচেতন তরুণসমাজকে উৎসাহ দিতে পুরো আয়োজনের সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো, একশনএইড বাংলাদেশ, নভেলটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, গ্রো ৩৬০ সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।