প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও মো. মাহবুবুর রহমান
মৌসি এশা, অষ্টম শ্রেণি
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় নৈর্ব্যক্তিক দেওয়ার পর অতিরিক্ত সময় থাকলে কি ওই সময়ে রচনামূলক অংশের উত্তর লেখা যাবে?
উত্তর: জেএসসি পরীক্ষায় আলাদাভাবে কোনো প্রশ্নপত্র (সৃজনশীল ও বহুনির্বাচনি) দেওয়া হয় না। সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ একসঙ্গেই থাকে। সে ক্ষেত্রে তুমি যখন খুশি, তখন প্রয়োজনীয় অংশের সমাধান/উত্তর করতে পারবে।
ফাতিমা ফেরদৌসি জামান, অষ্টম শ্রেণি
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন: পরীক্ষার খাতায় উত্তর লেখার শুরুতে ‘১ নম্বর প্রশ্নের উত্তর: ক’ এ কথাটুকু কি নীল কালির কলম দিয়ে লেখা যাবে?
উত্তর: নীল কালি দিয়ে লেখা যাবে।
সব্যসাচী সরকার, পঞ্চম শ্রেণি
ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান ও ধর্মে ২ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কীভাবে লিখব?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের ২ নম্বর প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের চাহিদা অনুসারেই এই ২ নম্বর প্রশ্নের অন্তর্ভুক্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে।
সামিরা ইসলাম মুন, পঞ্চম শ্রেণি
কুইনস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ?
উত্তর: গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো ফল অর্জন করতে হলে তোমাকে পাঠ্যসূচির প্রতিটি অধ্যায়, প্রতিটি লাইন ভালোভাবে আয়ত্তে রাখতে হবে।