তোমাদের পরীক্ষার সময় আর বেশিদিন নেই। যতগুলো সৃজনশীল বিষয় আছে, তাতে সিলেবাসের পাঠ্যসূচি সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে। বহুনির্বাচনী অংশে ভালো করার জন্য প্রতিটি শব্দ এবং প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে নজর রেখে উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের উত্তর লিখে তা রিভিশন দিতে হবে। তোমাদের মনে রাখতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর শেষ করে আরেকটি প্রশ্নের উত্তর শুরুর আগে কমপক্ষে দেড় ইঞ্চি ফাঁক রাখতে হবে। তবে প্রতিটি পৃষ্ঠার নিচের অংশ থেকে যেন নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু না হয়। সব সময় প্রশ্নের উত্তর লিখতে হবে পৃষ্ঠার উপরিভাগ ও মধ্যাংশ থেকে। পরীক্ষার হলে তোমাদের অবশ্যই মানসিকভাবে স্থির থাকতে হবে। কোনো অবস্থাতে নার্ভাস হবে না। যতগুলো উত্তর চেয়েছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে।
কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম।