এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১৮. ব্যবসায় পরিচালনাকালে কোনো অংশীদার তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হলে তার জন্য কে দায়ী হবে?

ক. সব অংশীদার

খ. উক্ত অংশীদার

গ. সব অংশীদারের পক্ষে একজন

ঘ. ব্যবসায়ের পরিচালকগণ

১৯. নিষ্ক্রিয় অংশীদার ব্যবসায়ে কীভাবে ভূমিকা রাখে?

ক. পরামর্শ ও সহায়তা দিয়ে

খ. পরিচালনা করে

গ. দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে

ঘ. মূলধন বিনিয়োগ করে

২০. নাবালক অংশীদার ব্যবসায়ে নিচের কোনটি বিনিয়োগ করতে পারে?

ক. কার্যদক্ষতা খ. মূলধন

গ. ঋণ ঘ. অভিজ্ঞতা

২১. মেসার্স মডার্ন ট্রেডিং কোম্পানি জনাব রহিমকে অংশীদার হিসেবে পরিচয় দিলেও তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। জনাব রহিম কোন ধরনের অংশীদার?

ক. আচরণে অনুমিত খ. প্রতিবন্ধ

গ. কর্মী ঘ. নামমাত্র

২২. চুক্তিপত্রে উল্লিখিত মেয়াদপূর্তির পরও চলমান ব্যবসায়কে কোন ধরনের অংশীদারি ব্যবসায় বলে?

ক. সীমাবদ্ধ খ. সাধারণ

গ. ঐচ্ছিক ঘ. নির্দিষ্ট

২৩. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কতজন?

ক. ২০ খ. ১০

গ. ৭ ঘ. ২

২৪. অংশীদারি ব্যবসায়ের সুবিধাভোগী হওয়ার জন্য নাবালকের কী প্রয়োজন?

ক. অংশীদারদের সম্মতি

খ. অভিজ্ঞতা

গ. সুনাম

ঘ. দক্ষতা

২৫. ঘুমন্ত অংশীদার ব্যবসায়ে—

i. মুনাফা ভোগ করে

ii. মূলধন বিনিয়োগ করে

iii. পরিচালনায় অংশগ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে—

i. কোনো সদস্যের মৃত্যুতে

ii. ব্যবসায় অবৈধ বলে গণ্য হলে

iii. সব সদস্য দেউলিয়া হলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. গ