এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১ ও ২

১০. নিচের কোনটি যৌগিক শিল্পের অন্তর্গত?

ক. সিমেন্ট

খ. মোটরগাড়ি

গ. কেরোসিন

ঘ. তুলা থেকে বস্ত্র তৈরি

১১. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

ক. পণ্য উৎপাদন খ. মুনাফা অর্জন

গ. মানবকল্যাণ ঘ. উপযোগ সৃষ্টি

১২. নিচের কোনটি প্রাথমিক শিল্পের উৎপাদিত পণ্য?

ক. কাগজ খ. সুতা

গ. পাট ঘ. ময়দা

১৩. ট্রেড কোন ধরনের বাধা দূর করে?

ক. ব্যক্তিগত খ. তথ্যগত

গ. অর্থগত ঘ. সময়গত

১৪. অতীতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?

ক. প্রযুক্তি খ. সংস্কৃতি

গ. ধর্মীয় বিশ্বাস ঘ. ঐতিহ্য

১৫. নিচের কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্গত?

ক. শীতার্তদের বস্ত্রদান করা

খ. ওকালতি করা

গ. জনকল্যাণমূলক কাজ

ঘ. দাতব্য চিকিৎসালয়ে সেবাদান

১৬. নিচের কোনটি সেবা শিল্পের বহির্ভূত?

i. সেতু নির্মাণ

ii. গ্যাস সরবরাহ

iii. ইঞ্জিনিয়ারিং ফার্ম কর্তৃক প্রদত্ত সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. গুদামজাতকরণ নিচের কোন দুটির মধ্যে সমতা বিধান করে?

ক. চাহিদা ও দাম

খ. চাহিদা ও জোগান

গ. জোগান ও দাম

ঘ. উৎপাদন ও জোগান

১৮. মাছের ডিম থেকে রেণু পোনা উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?

ক. উত্তোলন খ. উৎপাদন

গ. প্রজনন ঘ. বিশ্লেষণ

১৯. মানবসম্পদ ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?

ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক

গ. সামাজিক ঘ. আইনগত

সঠিক উত্তর

অধ্যায় ১ ও ২: ১০. ক ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল