প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬৪

বাংলা

.

পাঠ্যবই-বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জীবনের বিকাশ ঘটাতে হলে প্রত্যেক মানুষের ইচ্ছা থাকা দরকার। ইচ্ছা থাকলে যেকোনো চেষ্টা সফল হয়। সফল হতে হলে মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। বিশেষ উদ্দেশ্যে তার জীবন সফল করতে হবে। এ জন্য পালন করতে হবে দায়িত্ব ও কর্তব্য। চেষ্টা না করে বসে থাকলে জীবনে কোনো কিছু লাভের আশা করা যায় না। বর্তমান বিশ্বে সভ্যতার যে বিকাশ ঘটেছে, তার পেছনে রয়েছে মানুষের ইচ্ছা ও আগ্রহ। দৃঢ় ইচ্ছাই কোনো কিছু সফল করার উপায় এনে দেয়। কাজ করার জন্য ইচ্ছাশক্তিই সেই কাজ বাস্তবায়নে মানুষকে প্রত্যয়ী করে তোলে। যে ব্যক্তি ইচ্ছাশক্তিকে নিষ্ঠার সঙ্গে কাজে লাগাতে পেরেছে, সেই ব্যক্তিই সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এ জন্য উদ্দেশ্য ঠিক রেখে দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। তাই বলা যায়, যদি উদ্দেশ্য স্থির থাকে এবং সেই অনুসারে কাজ করা যায়, তা হলে সাফল্য অবশ্যম্ভাবী।

৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১. ইচ্ছা কী করার উপায় এনে দেয়?
ক. কাজ সফল করার খ. দৃঢ়তার গ. শক্তি সঞ্চয়ের ঘ. নিশ্চেষ্ট হয়ে বসে থাকার
২. জীবনের বিকাশ ঘটাতে হলে যা প্রয়োজন—
ক. ইচ্ছা খ. শক্তি গ. ক্ষমতা ঘ. সম্পদ
৩. বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে করতে হবে—
ক. প্রতিজ্ঞা খ. কৌশল গ. পরিশ্রম ঘ. দায়িত্ব ও কর্তব্য পালন
৪. কিসের অভাবে জীবনে সফলতা লাভ করা সম্ভব হয় না?
ক. সম্পদ খ. টাকাপয়সা গ. জ্ঞান ঘ. ইচ্ছাশক্তি
৫. ইচ্ছাশক্তি কীভাবে কাজে লাগালে সফলতা সম্ভব?
ক. নিষ্ঠার সঙ্গে খ. আয়েশের সঙ্গে
গ. নিজের ইচ্ছা অনুসারে ঘ. অন্যের ইচ্ছা অনুসারে।
৫ নম্বর প্রশ্নের উত্তর
১. ক. কাজ সফল করার ২. ক. ইচ্ছা ৩. ঘ. দায়িত্ব ও কর্তব্য পালন ৪. ঘ. ইচ্ছাশক্তি ৫. ক. নিষ্ঠার সঙ্গে।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।
শব্দ --শব্দার্থ
নিশ্চেষ্ট-- চেষ্টা না করে
প্রসার-- বিকাশ
প্রত্যয়ী-- বিশ্বাসী
নিষ্ঠা --মনোযোগ
বাস্তবায়ন-- বাস্তবে রূপদান করা

ক. আকলিমা প্রতিটি কাজ — সঙ্গে করে।
খ. কাজে — হলে সফল হওয়া যায়।
গ. বর্তমানে শিক্ষার — ঘটেছে।
ঘ. করিম সাহেবের ভাবনাগুলো — করা দরকার।
ঙ. — হয়ে ঘরে বসে থাকলে চলবে না।
৬ নম্বর প্রশ্নের উত্তর
ক. নিষ্ঠার খ. প্রত্যয়ী গ. প্রসার ঘ. বাস্তবায়ন ঙ. নিশ্চেষ্ট।

৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. মানুষের জীবনে ইচ্ছা থাকা জরুরি কেন, তা পাঁচটি বাক্যে লেখো।
খ. জীবনে সফল হওয়ার জন্য পাঁচটি করণীয় লেখো।
গ. জীবনে সফল হওয়ার ক্ষেত্রে ইচ্ছাশক্তির ভূমিকা পাঁচটি বাক্যে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
মানুষের জীবনে সফলতার জন্য ইচ্ছা থাকা জরুরি। এর কারণ হলো—
১. জীবনের বিকাশ ঘটাতে হলে দরকার ইচ্ছা এবং ইচ্ছা থাকলে চেষ্টা সফল হয়।
২. বিশ্বসভ্যতার যে বিকাশ ঘটেছে, তার পেছনে কাজ করেছে মানুষের ইচ্ছা ও আগ্রহ।
৩. দৃঢ় ইচ্ছাই কর্ম সফল করার উপায় এনে দেয়।
৪. ইচ্ছাশক্তিই মানুষকে কর্মমুখী করে তোলে।
৫. একান্ত ইচ্ছা থাকার কারণেই মানুষ চেষ্টা করে এবং সফল হয়।
(খ)
জীবনে সফল হতে চাইলে কর্মের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। কর্মের সফলতার জন্য থাকতে হবে নিষ্ঠা ও আগ্রহ। পরবর্তীকালে সেই আগ্রহকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সব সময় কাজ করতে হবে নিষ্ঠা এবং জয়ের লক্ষ্য নিয়ে । পৃথিবীতে সব সফলতার পেছনে ছিল দৃঢ় আগ্রহ, নিষ্ঠা ও ইচ্ছাশক্তি। কাজেই প্রচণ্ড ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে আমরা জীবনে সফল হতে পারি।
(গ)
সফলতার জন্য প্রথমেই প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি। নিশ্চেষ্ট হয়ে বসে না থেকে পরিকল্পনা অনুসারে কাজ করতে হবে। উদ্দেশ্য সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। কেননা, মানুষের জীবনে সফলতা আসে দৃঢ় ও ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছাশক্তির দ্বারাই। ইচ্ছাশক্তিকে নিষ্ঠার সঙ্গে কাজে লাগালেই জীবন সফল হয়ে ওঠে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা