পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা | সমার্থক শব্দ

অশ্ব: ঘোড়া, তুরগ, ঘোটক।

অশ্রু: চোখের জল, কান্না, নেত্রবারি।

অন্ধকার: আঁধার, তিমির, তমসা।

অগ্নি: আগুন, অনল, পাবক।

আকাশ: গগন, নভঃ, আসমান, বিমান।

আলো: আলোক, কিরণ, দীপ্তি, জ্যোতি।

ঔজ্জ্বল্য: আলোকিত, দীপ্তমান, প্রজ্বলিত।

উঁচু: উচ্চ, তুঙ্গ, সমুন্নত, গগনচুম্বী।

ঊর্মি: ঢেউ, তরঙ্গ, লহরী, কল্লোল।

ঊষা: প্রভাত, সকাল, ভোর, প্রত্যুষ।

কপাল: ললাট, ভাল।

কলহ: দ্বন্দ্ব, বিবাদ, বিরোধ, ঝগড়া।

কাক: পরভৃৎ, বায়স।

কেশ: চুল, কুন্তল, অলক, কবরী।

কোকিল: বসন্তদূত, পরভৃত, পিক।

কন্যা: মেয়ে, তনয়া, আত্মজা, দুহিতা।

কৃষক: চাষি, কৃষিজীবী, কৃষাণ, কর্ষক।