বাংলা | প্রশ্নোত্তর

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

প্রবাসী, আত্মসমর্পণ, মোহ, সরকার, প্রতিবাদী

ক. যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের

মানুষ হয়ে উঠেছিল।

খ. আজ প্রায় ২০ বছর ধরে আনিস সাহেব ।

গ. ছাড়া দেশ চালানো মুশকিল।

ঘ. সৎ লোকের ধনসম্পত্তির ওপর থাকে না।

ঙ. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর করে।

উত্তর

ক. যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল।

খ. আজ প্রায় ২০ বছর ধরে আনিস সাহেব প্রবাসী

গ. সরকার ছাড়া দেশ চালানো মুশকিল।

ঘ. সৎ লোকের ধনসম্পত্তির ওপর মোহ

থাকে না।

ঙ. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে।

প্রশ্ন: মজলুম জননেতা কে ছিলেন? কেন তাঁকে মজলুম জননেতা বলা হয়?

উত্তর: মজলুম জননেতা ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষদের জন্য কাজ করেছেন বলে তাঁকে মজলুম জননেতা বলা হয়।

প্রশ্ন: মওলানা ভাসানী কোথায় পড়াশোনা করেন?

উত্তর: মওলানা ভাসানী ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেন।

প্রশ্ন: কেন তাঁকে কাগমারি ছাড়তে হয়েছিল?

উত্তর: তখনকার জমিদারের বিষনজরে পড়ে তাঁকে কাগমারি ছাড়তে হয়েছিল।

প্রশ্ন: কীভাবে তাঁর নাম মওলানা ভাসানী হলো?

উত্তর: আসামের ধুবড়ি জেলার ভাসানচরে তিনি এক বিশাল প্রতিবাদী সমাবেশ করতে যান। সেখানে তিনি বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সেখানকার সাধারণ কৃষকেরা তাঁকে ‘ভাসানচরের মওলানা’ হিসেবে নাম দেন। পরে তাঁকে ভাসানী নাম দেন। এভাবে তাঁর নাম হয় মওলানা ভাসানী।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


খন্দকার আতিক, িশক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা