পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা | প্রশ্নোত্তর

রৌদ্র লেখে জয়

প্রশ্ন: বিপরীত শব্দ জেনে নাও। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য গঠন করো।

আঁধার আলো

কালো সাদা

ভালো মন্দ

জয় পরাজয়

সকাল সন্ধ্যা

ক. বিশ্বকাপ ফুটবলে নিজ দলের দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল।

খ. একুশে ফেব্রুয়ারি আমরা ব্যাজ পরে শহিদ মিনারে যাই।

গ. হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব।

ঘ. নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না।

ঙ. ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম।

উত্তর

ক. বিশ্বকাপ ফুটবলে নিজ দলের জয় দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল।

খ. একুশে ফেব্রুয়ারি আমরা কালো ব্যাজ পরে শহিদ মিনারে যাই।

গ. সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব।

ঘ. আঁধার নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না।

ঙ. মন্দ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।

উত্তর

নির্যাতিত অন্যায়ের শিকার

নিপীড়িত অত্যাচার করা হয়েছে এমন

মজলুম নির্যাতিত

বিষ–নজর কুনজর

কারারুদ্ধ জেলে আটকানো

প্রতিবাদী যেকোনো উক্তির বিরুদ্ধে

যে আপত্তি জানায়

সমাবেশ অবস্থান করা

কাগমারি টাঙ্গাইল জেলার একটি স্থান

সম্মেলন জনসমাবেশ

পদমর্যাদা পদের মর্যাদা

আত্মসমর্পণ সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার

মোহ মায়া

অনাড়ম্বর সাদাসিধা।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


খন্দকার আতিক, িশক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা