পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলা | প্রশ্নোত্তর

দেখে এলাম নায়াগ্রা

প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

কানাডা, দ্রুতগতিতে, পতন, প্রবাহিত, গহ্বর

ক. হোঁচট খেলে ঠেকানো দায়।

খ. নদীর জল হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।

গ. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে

আমরা বলি।

ঘ. আমরা হাঁটতে পারি।

ঙ. একটি বড় দেশ।

উত্তর

ক. হোঁচট খেলে পতন ঠেকানো দায়।

খ. নদীর জল প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।

গ. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গহ্বর বলি।

ঘ. আমরা দ্রুতগতিতে হাঁটতে পারি।

ঙ. কানাডা একটি বড় দেশ।

প্রশ্ন: নায়াগ্রা কোথায় অবস্থিত?

উত্তর: নায়াগ্রা উত্তর আমেরিকা মহাদেশের কানাডায় অবস্থিত।

প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব কী?

উত্তর: নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। সব জলপ্রপাত পাহাড় থেকে নামলেও নায়াগ্রা পাহাড় থেকে নামেনি। আবার, নায়াগ্রার জলধারা যে মাটির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে রয়েছে নদীর সমান চওড়া এক বিশাল ফাটল। নায়াগ্রার জল ওই ফাটলের ভেতর চলে যায় কিন্তু কোথায় যায় তা বোঝা যায় না। নায়াগ্রার বিশেষত্ব এখানেই।

প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্নার মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো।

উত্তর: নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্না উভয়ই প্রাকৃতিক জলধারা। ঝর্নার তুলনায় নায়াগ্রা জলপ্রপাত আকারে বিশাল। এ জন্য ঝর্না অপেক্ষা নায়াগ্রা জলপ্রপাতের পানি বেশি জায়গাজুড়ে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে।

প্রশ্ন: ‘বিশ্বভূমণ্ডল বড়ই বিচিত্র’—ব্যাখ্যা করো।

উত্তর: আলোচ্য অংশটুকু ‘দেখে এলাম নায়াগ্রা’ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।

নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব বোঝাতে কথাটি বলা হয়েছে। বিশ্বভূমণ্ডল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রকৃতিতে সাগর, পাহাড়, জলপ্রপাত সবই আমাদের মুগ্ধ করে। নায়াগ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। সাধারণ নিয়মে জলপ্রপাত পাহাড় থেকে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের বেলায় তা পাহাড় থেকে গড়িয়ে পড়েনি। এ এক আশ্চর্য বিষয়। এ জন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে।

প্রশ্ন: সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা করো।

উত্তর: নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের মিল ও অমিল উভয়ই লক্ষ করা যায়।

সাধারণ জলপ্রপাত: সাধারণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে। তবে সাধারণ জলপ্রপাত নায়াগ্রার মতো আকারে বড় নয়।

নায়াগ্রা জলপ্রপাত: এ জলপ্রপাত সাধারণ জলপ্রপাতের মতোই প্রাকৃতিক জলধারা। তবে নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নামেনি। আবার এর জল পাহাড় থেকে নিচে না পড়ে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে পড়ছে। এ যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি।


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা