পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | শূন্যস্থান পূরণ

অধ্যায় ৫

প্রশ্ন: দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য শিক্ষার উন্নয়ন করতে হবে।

উত্তর: কারিগরি

প্রশ্ন: আমদানির তুলনায় পরিমাণ বৃদ্ধি করতে হবে।

উত্তর: রপ্তানির

অধ্যায় ৬

প্রশ্ন: কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে বলে।

উত্তর: আবহাওয়া

প্রশ্ন: কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই ।

উত্তর: জলবায়ু

প্রশ্ন: জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের

গড় অবস্থা।

উত্তর: আবহাওয়ার

প্রশ্ন: বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক ঝুঁকি রয়েছে।

উত্তর: দুর্যোগের

প্রশ্ন: তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের গলে যাচ্ছে।

উত্তর: বরফ

প্রশ্ন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে গড় বৃদ্ধি পাচ্ছে।

উত্তর: তাপমাত্রা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা