এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

১৩. যদি বণ্টনব্যবস্থা ত্রুটিপূর্ণ ও বৈষম্যমূলক হয় তাহলে—

i. অর্থনৈতিক সমস্যা বজায় থাকে

ii. অস্থিতিশীলতা সৃষ্টি হয়

iii. বিশৃঙ্খলা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. উপযোগ বলতে কী বোঝায়?

ক. মানুষের মোট চাহিদা

খ. দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা

গ. অভাবের মোট পরিমাণ

ঘ. চাহিদা ও যোগানের সমষ্টি

১৫. উৎপাদন, বিনিয়োগ, বণ্টন ও ভোগের স্বাধীনতা কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. ইসলামি ঘ. মিশ্র

১৬. শফিকের এক ছেলে সরকারি স্কুলে ও এক মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম। এখানে কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত রয়েছে?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র ঘ. ইসলামি

১৭. কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?

ক. ইসলামি খ. ধনতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক ঘ. মিশ্র

সঠিক উত্তর

অধ্যায় ১০: ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল