অষ্টম শ্রেণির প্রস্তুতি: বাংলা

বহুনির্বাচনি প্রশ্ন

ক্রিয়ার কাল

১২. কোনটি সাধারণ বর্তমান কালের উদাহরণ?

ক. এবার মা খেতে ডেকেছেন

খ. সকালে সূর্য ওঠে

গ. আমার ছোট ভাই লিখছে

ঘ. রিতা ঘুমাচ্ছিল

১৩. পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে কোনটিতে?

ক. আমরা যাচ্ছি

খ. তুমি যেতে থাকো

গ. আমরা রাজশাহী গিয়েছিলাম

ঘ. সেখানে গিয়ে দেখে আসো

১৪. ‘নিত্যবৃত্ত’ অতীত কালের উদাহরণ কোনটি?

ক. বাবা বাজারে গিয়েছেন

খ. আমি রাজশাহী গিয়েছিলাম

গ. বাবা আজ আসবেন

ঘ. বাবা প্রতিদিন বাজার করতেন

১৫. ‘মামা প্রতিদিন আসতেন’ কোন কালের উদাহরণ?

ক. নিত্যবৃত্ত অতীতের

খ. নিত্যবৃত্ত বর্তমানের

গ. সাধারণ বর্তমানের

ঘ. সাধারণ অতীতের

১৬. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?

ক. জার্মানরা এখনো ফুটবল খেলছে

খ. সুমন বই পড়ছিল

গ. আজাদ রোজ স্কুলে যেত

ঘ. রিমন ঢাকা গিয়েছিল

১৭. নিচের কোন বাক্যে নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ রয়েছে?

ক. সে বাড়ি এসেছে

খ. আমি নিয়মিত স্কুলে যেতাম

গ. তিনি গতকাল এসেছেন

ঘ. আমি ঢাকা গিয়েছিলাম

১৮. কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ?

ক. আমি তাকে ভাত খেতে দেখেছিলাম

খ. আমি ছেলেবেলার কথা ভাবছিলাম

গ. তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে

ঘ. বাবা প্রতিদিন বাজার করতেন

১৯. নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ কোনটি?

ক. বাবা বাজারে গিয়েছেন

খ. আমি রাজশাহী গিয়েছিলাম

গ. বাবা আজ আসবেন

ঘ. বাবা প্রতিদিন বাজার করতেন

২০. ‘আমি হব সকাল বেলার পাখি’ এটি কোন কালের উদাহরণ?

ক. সাধারণ বর্তমান

খ. সাধারণ অতীত

গ. সাধারণ ভবিষ্যৎ

ঘ. ভবিষ্যৎ অনুজ্ঞা

২১. বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ কোনটি?

ক. সব সময় সত্য বলবে

খ. বড় হও, বুঝতে পারবে।

গ. অসুস্থ হলে ওষুধ খাবে

ঘ. আমাকে তুমি রক্ষা করো, প্রভু

২২. ‘আমরা রাজশাহী গিয়েছিলাম’ বাক্যটি ক্রিয়ার কোন কালের উদাহরণ?

ক. সাধারণ অতীত

খ. ঘটমান অতীত

গ. পুরাঘটিত অতীত

ঘ. নিত্যবৃত্ত অতীত

সঠিক উত্তর

ক্রিয়ার কাল: ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আতিকুর রহমান, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা