বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনিতে জোর দাও

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকেই কমবেশি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং তোমরা বহুনির্বাচনি অংশের জন্য ভালো করে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় বারবার অনুশীলন করবে। পাঠ্যবইয়ে প্রতিটি অধ্যায়-সংশি­ষ্ট সন, তারিখ, নাম, বিভিন্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, পটভূমি, বিশেষ কোনো ঘটনা ইত্যাদি ভালোভাবে আয়ত্ত করবে। প্রতিটি অধ্যায়ে রয়েছে অসংখ্য তথ্যের সমাহার। পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের অবশ্যই এসব তথ্য চর্চার ওপর রাখতে হবে। অনেকের কাছে সন, তারিখ ইত্যাদি মনে রাখা একটি জটিল বিষয়, তাই কোনোভাবেই অবহেলা করে ফেলে রাখা যাবে না এ বিষয়টি।

সৃজনশীল প্রশ্ন পাঠ্যবইয়ের যেকোনো অধ্যায় থেকেই করা হতে পারে। সে জন্য পাঠ্যবইয়ের সব অধ্যায় ভালো করে পড়ে, বুঝে এবং যেকোনো নতুন পরিস্থিতিতে পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হবে। এটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, উদ্ধৃতি, মন্তব্য, চিত্র, ছবি ইত্যাদির মাধ্যমেও হতে পারে। উদ্দীপকটি সাধারণত হয়ে থাকে মৌলিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কাজ হবে সুনির্দিষ্ট ধারণা খুঁজে বের করা। আর সে ধারণাটিকে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করে তথ্য ও তত্ত্বের সমন্বয়ে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর দেওয়া। সৃজনশীল প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি অবশ্যই পড়ে নেবে। উদ্দীপকের গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি ভালো করে পড়ে নেবে। গ নম্বরের প্রশ্নোত্তর যেন ঘ নম্বরের চেয়ে বড় না হয়, সেদিকে লক্ষ রাখবে। মনে রাখবে, ছয়টি প্রশ্নের উত্তর যাতে লিখে শেষ করতে পারো, সেভাবে সময়টাকে ভাগ করে নেবে।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর