বই খুলে দেওয়া যাবে পরীক্ষা, ফল ১ মাসেই

১-১৮ অক্টোবর পর্যন্ত চলবে পরীক্ষা
বাড়িতে বসে বই খুলে লেখা যাবে উত্তর
প্রশ্ন পাওয়ার ২৪ ঘণ্টা পর জমা উত্তরপত্র

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় বই খুলে লেখা যাবে। সেই পরীক্ষা বাড়িতে বসেই দেওয়া যাবে। প্রশ্ন পেয়ে উত্তরপত্র জমা দেওয়ার জন্য পরীক্ষার্থী পাবেন ২৪ ঘণ্টা সময়। পরীক্ষার কাজ হবে অনলাইনেই। এমন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়।

ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ১ অক্টোবর। পরীক্ষা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা শুরুর তারিখ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। তিনি বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কিন্তু পরীক্ষাও নিতে হবে। তাই পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। এ বছর ৬৮টি বিষয়ের ফাইনাল পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ১০ হাজার শিক্ষার্থী।

করোনাকালে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিত না হলেও চলবে। পরীক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। বাড়িতে বসে এ পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ২৪ ঘণ্টা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইনে যাঁরা পরীক্ষা দেবেন তাঁদের জন্য কোনো নিয়ম নেই। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী বই দেখে বা খুলে লিখতে পারেন না। কিন্তু অনলাইনে বাসায় বসে পরীক্ষা দিলে বই খুলে ইচ্ছেমতো লিখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র ই-মেইল বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন শিক্ষার্থী। পরীক্ষার জন্য সময় পাবেন ২৪ ঘণ্টা। এর মধ্যে উত্তরপত্র আবার ই-মেইল বা হোয়াটসঅ্যাপে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাই উত্তরপত্র দেখবেন। আর যাঁদের অনলাইন সুবিধা নেই, তাঁরা হার্ড কপি জমা দিতে পারবেন।

আর যাঁদের ইন্টারনেট সুবিধা নেই, তাঁরা উত্তর লিখে পোস্টে পাঠাবেন। প্রশ্ন পাওয়ার পর উত্তর লিখে উত্তরপত্রের হার্ড কপি জমা দেওয়ার জন্য তাঁরা ২৪ ঘণ্টা সময় পাবেন।

৩১ অক্টোবরের মধ্যে স্নাতক-স্নাতকোত্তরের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস