পঞ্চম শ্রেণির পড়াশোনা

পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | কাঠামোবদ্ধ প্রশ্ন

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর ভাষার নাম কী? ইউনেসকো এ ভাষাকে ঝুঁকিপূর্ণ ভাষা বলেছে কেন? ম্রোদের ধর্ম সম্পর্কে চারটি বাক্য লেখো।

উত্তর: ম্রো জনগোষ্ঠীর ভাষার নাম ম্রো ভাষা।

ইউনেসকো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। কারণ, সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে ম্রো ভাষা হারিয়ে যেতে পারে।

ম্রোদের ধর্ম সম্পর্কে চারটি বাক্য হলো—

১. ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই।

২. ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে।

৩. ম্রোরা সাধারণত বৌদ্ধধর্মাবলম্বী।

৪. তাদের কেউ কেউ খ্রিষ্টধর্মও গ্রহণ করেছেন।

প্রশ্ন: গারোদের ভাষার নাম কী? তাদের সমাজব্যবস্থা কেমন? গারোদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখো।

উত্তর: গারোদের ভাষার নাম আচিক বা গারো ভাষা।

গারোদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। তাদের সমাজের মা হলেন পরিবারের প্রধান।

গারোদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য হলো—

১. গারো মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী।

২. মায়ের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

৩. বাবা পরিবারের দেখাশোনা করেন।

৪. বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তির ভোগদখল ইত্যাদি মাতৃগোত্রের পরিচয়ে হয়।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

এই বিষয়ের প্রকাশিত পূর্বের কাঠামোবদ্ধ প্রশ্ন