প্রশ্ন: দেশপ্রেম কী? দেশপ্রেম প্রয়োজন কেন? একজন দেশপ্রেমিকের চারটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: দেশকে ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দেশপ্রেম প্রয়োজন।
দেশপ্রেমিকের চারটি বৈশিষ্ট্য হলো—
১. দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা।
২. দেশের সব আইনকানুন মেনে চলা।
৩. দেশের সম্পদ রক্ষায় ভূমিকা পালন করা।
৪. রাষ্ট্রের নির্ধারিত শিক্ষা লাভ করা।
প্রশ্ন: দুর্যোগ কাকে বলে? দুর্যোগের পূর্বাভাস জানা কেন প্রয়োজন? বন্যা মোকাবিলার চারটি করণীয় লেখো।
উত্তর: দুর্যোগ হলো প্রকৃতিসৃষ্ট বা মানবসৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা, যাতে মানুষ এবং পরিবেশের ক্ষতি হয়।
দুর্যোগের ঝুঁকি মোকাবিলার জন্য দুর্যোগের পূর্বাভাস জানা প্রয়োজন।
বন্যা মোকাবিলায় চারটি করণীয় হলো—
১. প্রয়োজনীয় শুকনা খাবার, খাবার স্যালাইন ও ওষুধ সঙ্গে নেওয়া।
২. নিজের বই–খাতা, ব্যবহারের দ্রব্য যাতে বন্যার পানিতে ভিজে না যায় সেদিকে খেয়াল রাখা।
৩. প্রতিবেশীকে দুর্যোগ সম্পর্কে আগেই জানানো প্রয়োজন।
৪. আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য খুব কম মালামালসহ নিজেদের গুছিয়ে নেওয়া।
প্রশ্ন: জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র কবে স্বীকৃতি দিয়েছে? মানবাধিকার প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষায় তোমার চারটি করণীয় লেখো।
উত্তর: জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছে।
জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষনির্বিশেষে বিশ্বের সব দেশের সব মানুষের অধিকার রক্ষার জন্য মানবাধিকার প্রয়োজন।
মানবাধিকার রক্ষায় আমার চারটি করণীয় হলো—
১. সরকারি সব আইন মেনে চলা।
২. মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করা।
৩. মানবাধিকারবিরোধী কোনো কাজ দেখলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো।
৪. বাড়িতে, বিদ্যালয়ে এবং প্রতিবেশীদের মধ্যে যদি কেউ মানবাধিকারবিরোধী কোনো কাজ করে তবে তাকে এ কাজের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন করা।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা
গতকালের প্রকাশিত পঞ্চম শ্রেণির ইংরেজি পড়া