নবম শ্রেণি - বাংলা । বঙ্গবাণী : বহুনির্বাচনি প্রশ্ন

বঙ্গবাণী

২১. কোন ভাষার উপদেশ কবির কাছে অত্যন্ত হিতকর?

ক. আরবি–ফারসি ভাষার

খ. ধর্মীয় গ্রন্থ যে ভাষায় রচিত

গ. দেশি ভাষার

ঘ. বিদেশি ভাষার

২২. কবি কোন ভাষার প্রতি শ্রদ্ধাশীল?

ক. হিব্রু ও ফারসি

খ. আরবি–ফারসি

গ. বাংলা

ঘ. হিন্দি

২৩. কবির মতে, মানুষমাত্রই কোন ভাষায় স্রষ্টাকে ডাকে?

ক. বাংলা ভাষায়

খ. ইংরেজি ভাষায়

গ. আরবি ভাষায়

ঘ. নিজ ভাষায়

২৪. দেশি ভাষায় কাব্য রচনা করার পেছনে কবির যুক্তি কী?

ক. সাধারণ মানুষের উপকার

খ. দেশি ভাষায় দক্ষতা অর্জন

গ. দেশি ভাষার প্রতি ভালোবাসা

ঘ. দেশি ভাষা সবার বোধগম্য

২৫. কবি আবদুল হাকিমের মতে, সবচেয়ে হিতকর কোনটি?

ক. মাতৃভাষা খ. আরবি ভাষা

গ. ফারসি ভাষা ঘ. বিদেশি ভাষা

২৬. ‘বঙ্গবাণী’ কবিতায় ‘নিরঞ্জন’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. সৃষ্টিকর্তাকে খ. কবিকে

গ. ধার্মিকদের ঘ. রাজকর্মচারীদের

২৭. ‘বঙ্গবাণী’ কবিতায় প্রকাশ পেয়েছে—

i. আরবি–ফারসি ভাষার প্রতি বিরাগ

ii. মাতৃভাষার প্রতি অনুরাগ

iii. সব ভাষায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. নিচের যেটিকে ‘মারফত’ শব্দের অর্থ হিসেবে গ্রহণ করা যায়—

i. আধ্যাত্মিক জ্ঞান

ii. আত্মজ্ঞান

iii. স্রষ্টা ও সৃষ্টিসংক্রান্ত জ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. ‘দেশি ভাষা উপদেশ মনে হিত অতি’ কবিতার চরণটিতে পেয়েছে—

i. মাতৃভাষাপ্রীতি

ii. স্বদেশপ্রেম

iii. উপদেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. ‘বঙ্গবাণী’ কবিতায় প্রকাশিত হয়েছে—

i. স্বদেশপ্রেম

ii. বিদ্বেষ

iii. ক্ষোভ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

বঙ্গবাণী: ২১.গ ২২.খ ২৩.ঘ ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন