এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৭৭. Enter-এর অপর নাম কী?

ক. ট্যাব কী খ. রিটার্ন কী

গ. শিফট কী ঘ. ব্যাকস্পেস কী

৭৮. কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?

ক. Right খ. Center

গ. Moderate ঘ. Align

৭৯. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলসটি ব্যবহার করা হয়?

ক. Tab খ. Space

গ. Line Spacing ঘ. Page Brcak

৮০. Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?

ক. References খ. Illustrations

গ. Paragraph ঘ. Font

৮১. Insert ট্যাবের অন্তর্ভুক্ত অপশন কোনটি?

ক. New খ. Save

গ. Chart ঘ. Open

৮২. কোনো ছবি ডকুমেন্টে যোগ করতে কোন ট্যাবে যেতে হবে?

ক. Insert খ. Home

গ. Review ঘ. Maillings

৮৩. Header and Footer কোথায় থাকে?

ক. Header Footer ট্যাবে

খ. Clipboard-

গ. Insert ট্যাবে

ঘ. References ট্যাবে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭৭. খ ৭৮. খ ৭৯. গ ৮০. গ ৮১. গ ৮২. ক ৮৩. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপকমোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা