এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৪২. Close অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনের অংশ?

ক. New খ. Office button

গ. Insert ঘ. Clipboard

৪৩. একই ডকুমেন্টকে ভিন্ন নামে save করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়?

ক. Save খ. Save in

গ. Save as ঘ. Save of

৪৪. অফিস বাটনের নিকটস্থ ডান পাশের আইকনটি—

ক. Copy আইকন খ. Font আইকন

গ. Save আইকন ঘ. Clipboard

৪৫. ডকুমেন্ট তৈরি করার পরের কাজ হলো—

ক. নাম দেওয়া

খ. সংরক্ষণ করা

গ. মুছে ফেলা

ঘ. সম্পাদন করা

৪৬. লেখা সাজানোর প্রথম কাজ—

ক. ফন্ট ঠিক করা

খ. বানান ঠিক করা

গ. ইনডেন্ট করা

ঘ. অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা

৪৭. লেখা সম্পাদনার প্রথম কাজ—

ক. মার্জিন বিন্যাস

খ. বানান সংশোধন

গ. আকৃতি পরিবর্তন

ঘ. পৃষ্ঠার মাপ নির্ধারণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪২. খ ৪৩. গ ৪৪. গ ৪৫. খ ৪৬. ঘ ৪৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল