অধ্যায় ২
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাসুদ আইডিবি কম্পিউটার মার্কেট থেকে একটি এন্টি ভাইরাসের সিডি কিনল। এখন সে নিরাপদভাবে কম্পিউটার ব্যবহার করতে পারে।
৩২. মাসুদ কেন সিডিটি কিনল?
ক. এটি তার খুব প্রিয় সিডি
খ. কারণ সে কম্পিউটার ব্যবহার করে
গ. কম্পিউটার ইন্টারনেট চালানোর জন্য
ঘ. কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য
৩৩. মাসুদ সফটওয়্যারটি ব্যবহারে যে উপকার পাবে—
i. টেম্পোরারি ফাইল তৈরিতে সহযোগিতা করবে
ii. কম্পিউটারের গতি বেড়ে যাবে
iii. ভাইরাস নির্মূল হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. হার্ডওয়্যার খ. বিদ্যুৎ
গ. সফটওয়্যার ঘ. ব্যবহারকারী
৩৫. সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে অবশ্যই কী করতে হবে?
ক. কিনতে হবে
খ. ডাউনলোড করতে হবে
গ. ইনস্টল করতে হবে
ঘ. আনইনস্টল করতে হবে
৩৬. কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়?
ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. মিডিয়া প্লেয়ার
ঘ. ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার
৩৭. অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটি কীরূপ?
ক. সহজ
খ. সময়সাপেক্ষ
গ. জটিল
ঘ. ইনস্টল করা খুবই সহজ
৩৮. অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন হয়?
ক. জ্ঞান খ. সফটওয়্যার
গ. কম্পিউটার ঘ. দক্ষতা
৩৯. কোন যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করা সম্ভব?
ক. কমিপউটার খ. স্মার্টফোন
গ. ট্যাবলেট ঘ. সবগুলো
৪০. অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর অন্য নাম কী?
ক. প্রোগ্রামিং
খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. ডেটাবেইস
৪১. অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
ক. পরিচালনা করা
খ. লেখালেখি করা
গ. হিসাব করা
ঘ. ব্যবস্থাপনা
৪২. ডিজিটাল কপির অপর নাম কী?
ক. ডিজিট কপি
খ. প্রোগ্রামিং কপি
গ. সফট কপি
ঘ. হার্ড কপি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩২. ঘ ৩৩. গ ৩৪. গ ৩৫. গ ৩৬. ক ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ ৪২. গ