প্রতিবারের মতো আসন্ন ২০২১-২২ শিক্ষাবর্ষেও পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট, পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ এর সঙ্গে বদলে যাবে ইউনিটগুলোর নামও৷
গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় হওয়া এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল)৷ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়৷ যদিও সামাজিক বিজ্ঞানের কয়েকজন শিক্ষক সভায় ঘ ইউনিট বাতিলের বিষয়ে আপত্তি জানিয়েছেন৷
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলে অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটির (ক, খ, গ, ঘ ও চ) পরিবর্তে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে৷ তবে এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে৷ ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নামও বদলে যাবে৷ নামগুলো হবে- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট৷
ঘ ইউনিট বাতিলের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষক৷ সোমবার একাডেমিক কাউন্সিলে ঘ ইউনিট বাতিলের বিষয়টি উঠলে সেখানেও আপত্তি জানান ওই শিক্ষকেরা৷
সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্তটি অনুমোদন হয়েছে, তবে দ্বিমতসহ৷ দ্বিমত দিয়েছি আমি, অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক রফিকুল ইসলাম৷ আমরা বলেছি, পরীক্ষা বন্ধ করে আমরা তো সুযোগ বন্ধ করে দিতে পারি না৷ তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই৷ নতুন নিয়মে কলা অনুষদের শিক্ষার্থীরা বঞ্চিত হবেন৷
ইউনিটের গুরুত্ব যেখানে দিন দিন বাড়ছে, সেখানে একটি ইউনিট তুলে দেওয়া অযৌক্তিক৷ এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের কথা বলা হচ্ছে৷ এই সিদ্ধান্ত নিতে কোনো জরিপ বা জনমত যাচাই করা হয়নি৷
তবে সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন অধ্যাপক জিয়া রহমান ঘ ইউনিট বাতিলের বিষয়ে কোনো আপত্তি জানাননি৷ এ বিষয়ে জানতে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন ধরেননি৷