২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা এবং ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরোনো সিলেবাসের (বিশেষ) পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, পরীক্ষাগুলো সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিরেকে প্রতিদিন বেলা একটা থেকে শুরু হবে। ২০২০ সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। ২০১৮ সালের ডিগ্রি পাসের বিশেষ পরীক্ষা শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এই ওয়েবসাইটে পাওয়া যাবে।