অধ্যায় ৩
প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: প্রথমে
প্রশ্ন: একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?
উত্তর: ৩১২৫ টাকা
প্রশ্ন: একটি বিস্কুটের মূল্য ৬ টাকা হলে ৫টি বিস্কুটের মূল্য কত? সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো?
উত্তর: ৬ × ৫=?
প্রশ্ন: ৫টি লেবুর দাম ২০ টাকা হলে একটি লেবুর দাম কত? সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো?
উত্তর: ২০ ÷ ৫=?
প্রশ্ন: ১০টি কলা থেকে ৫টি কলা বিক্রি করলে আর কয়টি কলা থাকে। সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো?
উত্তর: ১০-৫=?
প্রশ্ন: ৬টি কলমের সাথে ৪টি কলম যোগ করলে মোট কয়টি কলম হবে, সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো?
উত্তর: ৬+৪=?
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ৩৪৯ জন ছাত্র ছিল। জানুয়ারি মাসে ৮০ জন নতুন ছাত্র ভর্তি হলো। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?
উত্তর: ৪২৯ জন
প্রশ্ন: প্রতি কেজি গরুর গোশত ৩৮০ টাকা হলে ৪ কেজি গোশতের দাম কত?
উত্তর: ১৫২০ টাকা
প্রশ্ন: আলতাফ সাহেব বাসাভাড়া বাবদ ৩,৮০০ টাকা এবং পরিবারের খরচ বাবদ ৫,৬৫০ টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে মোট কত টাকা ব্যয় করেন?
উত্তর: ৯,৪৫০ টাকা
প্রশ্ন: একজন শ্রমিকের মাসিক বেতন ৯,৮৭০ টাকা এবং মাসিক খরচ ৯,৪৫০ টাকা। প্রতি মাসে কত টাকা জমাতে পারেন?
উত্তর: ৪২০ টাকা
প্রশ্ন: রফিক সাহেব প্রতি মাসে ৪২০ টাকা ব্যাংকে জমা করেন। ১ বছরে তাঁর কত টাকা জমা হবে?
উত্তর: ৫,০৪০ টাকা
প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?
উত্তর: ২০ লিটার
প্রশ্ন: ৬,৩০০ টাকাকে সমান ৫ ভাগ করলে প্রতি ভাগে কত টাকা পড়বে?
উত্তর: ১,২৬০ টাকা
প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১,৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত?
উত্তর: ৭৫০ টাকা
প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?
উত্তর: ৪৪ বছর
প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?
উত্তর: ৪ গুণ
বাকি অংশ ছাপা হবে আগামী শুক্রবার