প্রশ্ন: জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাঁকে কত টাকা ফেরত দেবেন?
সমাধান
প্রশ্নমতে,
১ কেজি চালের দাম ৩৮ টাকা
∴ ৪০ কেজি চালের দাম (৩৮ × ৪০) টাকা
= ১৫২০ টাকা।
এখন,
চালের মূল্য ১৫২০ টাকা
সয়াবিন তেলের মূল্য ২৬৫ টাকা
মাছের মূল্য (+) ৫৮৮ টাকা
∴ চাল, তেল ও মাছের মোট মূল্য ২৩৭৩ টাকা
এখানে,
জাহিদুল হাসান
দোকানদারকে দিলেন ৩০০০ টাকা
∴ চাল, তেল ও মাছের মোট মূল্য (-) ২৩৭৩ টাকা
∴ দোকানদার তাঁকে ফেরত দেবেন ৬২৭ টাকা
উত্তর: ৬২৭ টাকা।
প্রশ্ন: ২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত?
সমাধান
প্রশ্নমতে,
১টি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা
∴ ৩টি ছাগলের মূল্য (৪৫৬০ × ৩) টাকা
= ১৩৬৮০ টাকা
দেওয়া আছে,
২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে
৪৫০৮০ টাকা
৩টি ছাগলের মূল্য (-) ১৩৬৮০ টাকা
∴ ২টি গরুর মূল্য ৩১৪০০ টাকা
১টি গরুর মূল্য (৩১৪০০ ২) টাকা = ১৫৭০০ টাকা।
উত্তর: ১৫,৭০০ টাকা।
প্রশ্ন: জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়িভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন?
সমাধান
জালাল সাহেব প্রতি মাসে,
বাড়িভাড়া দেন ৩২২৫ টাকা
অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন (+) ৪৮৫০ টাকা
∴ তিনি প্রতি মাসে ব্যয় করেন ৮০৭৫ টাকা
এখানে,
জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা
তিনি প্রতি মাসে ব্যয় করেন (-) ৮০৭৫ টাকা
∴ অবশিষ্ট থাকে ৬৯০ টাকা
অর্থাৎ প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকা।
এখন,
১ মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকা
৮ মাসে ব্যাংকে জমা রাখেন (৬৯০ × ৮) টাকা
= ৫৫২০ টাকা।
উত্তর: ৫,৫২০ টাকা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল