বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৭৪ দশমিক শূন্য ৪ শতাংশ।
রাজধানীর কাজলায় আজ সোমবার বেলা দুইটায় বেফাকের কার্যালয়ে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। পরে সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বেফাক জানায়, ১৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে ৪৮০টি পুরুষ ও ৭০৬টি মহিলাকেন্দ্রে মাদ্রাসা শিক্ষার ছয়টি স্তরে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা হয়। এতে ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রসংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২। ছাত্রীসংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৩৩ জন। এর মধ্যে স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪৬৪ জন।
পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল–সংক্রান্ত ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে বলে জানিয়েছে বেফাক।
বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের শান্তির বাণী তুলে ধরবে। তারাই আমাদের ভবিষ্যৎ।’ তিনি দেশ, স্বাধীনতা ও ইসলামের জন্য নিজেদের মেধাকে এখলাসের সঙ্গে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক পরীক্ষক, নিরীক্ষক, অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহম্মাদ যুবায়ের, বেফাকের সহসভাপতি মাওলানা ছফিউল্লাহ, আমেলা সদস্য মুফতি নেয়ামতুল্লা-আল-ফরিদি, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।