এসএসসি পরীক্ষার প্রস্তুতি

এসএসসি ২০২২ - রসায়ন | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

৪১. মৌলসমূহের ক্ষেত্রে—

i. B এর সঙ্গে সমযোজী যৌগ গঠন করে

ii. C দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে

iii. C এর সঙ্গে অ্যাসিড গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. পানির অণুর আকৃতি কী রূপ?

ক. রৈখিক খ. কৌণিক

গ. চতুস্তলকীয় ঘ. পিরামিডীয়

৪৩. CH4 যৌগটির বন্ধনের ক্ষেত্রে—

i. একটি ধাতু ও একটি অধাতু পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয়

ii. দুটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয়

iii. সমযোজী বন্ধন বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. জৈব দ্রাবকে দ্রবণীয় কোনটি?

ক. Na খ. MgCI2

গ. CCI4 ঘ. He

৪৫. খাবারে ব্যবহৃত ‘বেস্ট সল্ট’ লবণের স্ফুটনাঙ্ক কত?

ক. 801°C খ. 900-950°C

গ. 1000°C ঘ. 1465°C

৪৬. সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন হয়?

ক. ডাইপোল বন্ধন

খ. ভ্যান ডার ওয়ালস বন্ধন

গ. সমযোজী পাই বন্ধন

ঘ. সমযোজী সিগমা বন্ধন

নিচের চিত্র দেখে ৪৭–৪৯ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও

৪৭. চিত্র–I এর যোজনী ইলেকট্রন কতটি?

ক. 2 খ. 3

গ. 5 ঘ. 8

৪৮. চিত্র–I এর মৌল কোন ধরনের বন্ধন গঠন করে?

ক. আয়নিক

খ. সমযোজী

গ. ধাতব

ঘ. আয়নিক সমযোজী

৪৯. চিত্র–II এর পরমাণুতে—

i. ইলেকট্রন সংখ্যা 20

ii. প্রোটন সংখ্যা 19

iii. নিউট্রন সংখ্যা 20

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. কোন যৌগটি পোলার ধরনের?

ক. পেট্রল খ. বেনজিন

গ. অ্যালকোহল ঘ. ইথার

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪১.ক ৪২.খ ৪৩.গ ৪৪.গ ৪৫.ঘ ৪৬.খ ৪৭.গ ৪৮.খ ৪৯.গ ৫০.গ

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন