এসএসসি পরীক্ষার প্রস্তুতি

এসএসসি ২০২২ - রসায়ন | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

৩১. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রনসংখ্যা কত?

ক. 2টি খ. 6টি

গ. 8টি ঘ. 10টি

৩২. PCI3 এ P এর সুপ্ত যোজনী কত?

ক. 1 খ. 2

গ. 3 ঘ. 4

৩৩. C এর যোজনী—

i. 2 ii. 3 iii. 4

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. Cl2O7 যৌগে Cl এর জারণসংখ্যা কত?

ক. 2 খ. 7

গ. 6 ঘ. 4

৩৫. থায়োসালফেট মূলকের সঠিক সংকেত কোনটি?

ক. SO2-3 খ. SO42-

গ. SO22- ঘ. S2O32-

৩৬. NaCl এর সংকেত কী প্রকাশ করে?

ক. যৌগে Na ও Cl এর ধারণা

খ. যৌগে Na ও Cl এর অনুপাত

গ. যৌগের অণুতে Na ও Cl এর অনুপাত

ঘ. যৌগে Na ও Cl এর ধর্ম

৩৭. ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কী বলে?

ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন

গ. উভধর্মী ঘ. নিরপেক্ষ

৩৮. ক্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে—

i. ইলেকট্রন শেয়ার করে

ii. ইলেকট্রন গ্রহণ করে

iii. ইলেকট্রন ত্যাগ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ধাতুসমূহ অষ্টক পূর্ণ করে—

i. ইলেকট্রন গ্রহণ করে

ii. ইলেকট্রন ত্যাগ করে

iii. আয়নিক যৌগ গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. মিথেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি?

ক. 0 খ. 1

গ. 2 ঘ. 4

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.খ ৩২.খ ৩৩.খ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.খ ৩৮.ক ৩৯.গ ৪০.ক

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি অংশ | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন