পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি বলা হয় কোন দেশটিকে?

ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র

গ. জাপান ঘ. ভারত

২. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে কী বলে?

ক. কোম্পানি খ. অর্থায়ন

গ. প্রতিষ্ঠান ঘ. পিপিপি

৩. তহবিল সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. অর্থায়ন খ. বিপণন

গ. ব্যাংকিং ঘ. ব্যবস্থাপনা

৪. মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত?

ক. পারিবারিক খ. সরকারি

গ. কারবারি ঘ. আন্তর্জাতিক

৫. নিচের কোনটি বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান বা কোম্পানি?

ক. দরজি দোকান

খ. মুদিদোকান

গ. কোহিনূর কেমিক্যালস

ঘ. ফলের দোকান

৬. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়?

ক. দান করা হয়

খ. খরচ করা হয়

গ. ব্যয়ের পরিমাণ বাড়াতে হয়

ঘ. ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়

৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

ক. মুনাফা অর্জন

খ. শিল্প স্থাপন

গ. সমাজকল্যাণ

ঘ. অবকাঠামো উন্নয়ন

৮. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে, তাকে কী বলা হয়?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. আন্তর্জাতিক অর্থায়ন

ঘ. ব্যবসায় অর্থায়ন

৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী?

ক. বিনিয়োগ

খ. মুনাফা

গ. মুনাফা বণ্টন

ঘ. অর্থের উৎস চিহ্নিতকরণ

১০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?

ক. একমুখী খ. দ্বিমুখী

গ. বিপরীতমুখী ঘ. সমমুখী

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা