পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১১. আর্থিক ব্যবস্থাপকেরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১২. অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?

ক. ১৯৫০ খ. ১৯৬০

গ. ১৯৭০ ঘ. ১৯৮০

১৩. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কোন দশকে?

ক. ১৯৬০ খ. ১৯৭০

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

১৪. যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কখন?

ক. ১৯৩০-এর দশকে

খ. ১৯৪০-এর দশকে

গ. ১৯৫০-এর দশকে

ঘ. ১৯৬০-এর দশকে

১৫. অর্থায়ন কোন দশকে আন্তর্জাতিকতা লাভ করে?

ক. ১৯৬০ খ. ১৯৭০

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

১৬. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত—

i. মেশিনপত্র ক্রয়

ii. কাঁচামাল ক্রয়

iii. শ্রমিকদের মজুরি প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. অর্থায়ন বলতে বোঝায়—

i. তহবিল সংগ্রহ

ii. মুনাফা অর্জন

iii. তহবিল ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. আয়ের সঙ্গে কোনটির সংগতি রাখা প্রয়োজন?

ক. মুনাফার খ. ব্যয়ের

গ. অর্থায়নের ঘ. ব্যবস্থাপনার

১৯. পারিবারিক অর্থায়নের উৎস—

i. চাকরি

ii. কৃষিকাজ

iii. ব্যবসা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান—

i. স্কয়ার ফার্মাসিউটিক্যালস

ii. বাটা কোম্পানি

iii. কোহিনূর কেমিক্যালস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন