এসএসসি পরীক্ষার প্রস্তুতি

এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

২১. বাংলাদেশের শাসনকার্য পরিচালনায় নেতৃত্ব দেন—

i. প্রধানমন্ত্রী

ii. রাষ্ট্রপতি

iii. মন্ত্রিপরিষদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. বাংলাদেশ সরকারের বিভাগ—

i. শাসন বিভাগ

ii. আইন বিভাগ

iii. বিচার বিভাগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে কে নির্বাচিত হন?

ক. মেয়র খ. উপজেলা চেয়ারম্যান

গ. রাষ্ট্রপতি ঘ. বিচারপতি

২৪. বাংলাদেশের রাষ্ট্রপতি—

i. রাষ্ট্রের প্রধান

ii. সশস্ত্র বাহিনীর প্রধান

iii. সব পরিচালনা করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ দেন—

i. প্রধানমন্ত্রীকে

ii. প্রধান বিচারপতিকে

iii. সেনাপ্রধানকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. সংসদ কর্তৃক গৃহীত কোনো বিলে কে সম্মতি দান করলে বিলটি আইনে পরিণত হয়?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. সেনাপ্রধান ঘ. বিচারপতি

২৭. কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি

গ. সেনাপ্রধান ঘ. বিচারপতি

২৮. রাষ্ট্রের সব সম্মানের উৎস কে?

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী

গ. সেনাপ্রধান ঘ. বিচারপতি

২৯. রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান—

i. প্রধানমন্ত্রীকে

ii. মন্ত্রীদের

iii. বিচারপতিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. সরকারের স্তম্ভ বলা হয় কাকে?

ক. প্রধানমন্ত্রীকে

খ. রাষ্ট্রপতিকে

গ. সেনাপ্রধানকে

ঘ. বিচারপতিকে

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন

পরবর্তী দিনের পড়া