পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১১. Panthra tigris কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. বাঘ খ. চিতা বাঘ

গ. গুল বাঘ ঘ. রয়েল বেঙ্গল টাইগার

১২. Oryza sativa কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. পাট খ. ধান

গ. শাপলা ঘ. জবা

১৩. কোন রাজ্যের যৌনজনন অ্যানাইসোগ্যামাস ধরনের?

ক. প্লান্টি খ. ফানজাই

গ. প্রোটিস্টা ঘ. অ্যানিমেলিয়া

১৪. কোনটি অটোট্রফিক?

ক. কেঁচো খ. শালিক

গ. বোয়াল মাছ ঘ. কাঁঠালগাছ

১৫. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?

ক. প্লান্টি খ. ফানজাই

গ. মনেরা ঘ. প্রোটিস্টা

১৬. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

ক. লিপিড খ. কাইটিন

গ. লিগনিন ঘ. সুবেরিন

১৭. কোনটি সুপার কিংডম?

ক. মনেরা খ. প্রোটিস্টা

গ. প্লানটি ঘ. ইউক্যারিওটা

১৮. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?

ক. বর্গ খ. গোত্র

গ. শ্রেণি ঘ. জগৎ

১৯. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?

ক. প্রজাতি খ. গণ

গ. গোত্র ঘ. বর্গ

২০. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো—

i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত

ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে

iii. ভ্রূণ গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন