এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

পরীক্ষা কেন্দ্রে বই নিয়ে যাওয়া নিষেধ। তাই হলে প্রবেশের আগে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চোখ বুলিয়ে নিচ্ছে দুই পরীক্ষার্থী। ছবিটি তেজগাঁও এলাকার সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
পরীক্ষা কেন্দ্রে বই নিয়ে যাওয়া নিষেধ। তাই হলে প্রবেশের আগে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চোখ বুলিয়ে নিচ্ছে দুই পরীক্ষার্থী। ছবিটি তেজগাঁও এলাকার সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ সোমবার শুরু হয়েছে।

সারা দেশে ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।

এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।

এবার এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হচ্ছে। পরে হচ্ছে সৃজনশীল অংশের পরীক্ষা। দুই অংশের পরীক্ষার মাঝে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকছে। এত দিন সৃজনশীল অংশ আগে হতো, পরে এমসিকিউ অংশ হতো।

ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।

প্রিয় সন্তান ঢুকেছে পরীক্ষার কেন্দ্রে। বাইরে উদ্বিগ্ন বাবা-মা ও অন্য স্বজনেরা। ছবিটি তেজগাঁও এলাকার সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

আরও পড়ুন...
পরীক্ষার্থীদের সুবিধার্থে মন্ত্রিসভা বৈঠকের স্থান ও সময় পরিবর্তন

সব বাধা পেরিয়ে মাধ্যমিকে ওরা

নিবন্ধন করেও অংশ নিতে পারছে না সোয়া দুই লাখ শিক্ষার্থী