৫১. খতিয়ানে ব্যবহৃত ‘Brought Over’ শব্দটি দ্বারা কী বোঝা যায়?
ক. ওপর হতে আনীত
খ. সামনে নেওয়া হলো
গ. আগের পৃষ্ঠা হতে আনীত
ঘ. পরবর্তী পৃষ্ঠায় নীত হলো
৫২. কোন শব্দটি খতিয়ানের ‘T’ ছকের কলামে উল্লেখ থাকে না?
ক. হিসাবের বিবরণ
খ. ডেবিট টাকা
গ. হিসাবের কোড নং
ঘ. জাবেদা পৃষ্ঠা
৫৩. খতিয়ান হিসাব খাতের সব লেনদেন লিপিবদ্ধ করার পর জের টানতে হবে। একে খতিয়ান হিসাব খাতের কী বলা হয়?
ক. হিসাব শনাক্তকরণ
খ. উদ্বৃত্তকরণ
গ. নগদ তহবিল নির্ণয়
ঘ. প্রারম্ভিক ব্যালেন্স নিরূপণ
৫৪. খতিয়ান হিসাব বন্ধ করার জন্য মোট যোগফলের নিচে কোন চিহ্নটি দেওয়া হয়?
ক. ≅ খ. =
গ. ≠ ঘ. ≡
৫৫. ক্রয় ফেরত হিসাবের জের নির্ণয়ে কোন সূত্রের প্রয়োগ ঘটে?
ক. ক্রয় ফেরত–ডেবিট দিকের যোগফল
খ. প্রারম্ভিক মূলধন–আয়কর
গ. প্রারম্ভিক ব্যালেন্স+নতুন ক্রয়কৃত সম্পদ
ঘ. ক্রয় ফেরত+অলিখিত ক্রয় ফেরত
৫৬. খতিয়ানে ‘b/f ’ শব্দটি দ্বারা কোনটিকে বোঝানো হয়?
ক. Debt For Brought
খ. Brought Forward
গ. Brave Forward
ঘ. Brought For Down
৫৭. হিসাবের যে বইতে লেনদেন শ্রেণিবিন্যাস করে স্থায়ীভাবে লেখা হয়, তাকে কী বলে?
ক. খতিয়ান
খ. নগদান বই
গ. রেওয়ামিল
ঘ. চূড়ান্ত হিসাব
৫৮. চারঘরা খতিয়ান কী?
ক. ‘T’ ছক
খ. সনাতন ছক
গ. প্রাচীন পদ্ধতি ছক
ঘ. আধুনিক ছক
৫৯. লেনদেনের ফলাফল নিরূপণ করা সম্ভব হয় কখন?
ক. তারিখ অনুযায়ী লিখলে
খ. শ্রেণিবদ্ধভাবে লিখলে
গ. ঘষামাজা করলে
ঘ. যন্ত্রের মাধ্যমে লিখলে
৬০. খতিয়ান তাক বলা হয় কেন?
ক. লেনদেন সাজিয়ে রাখার কারণে
খ. লেনদেন অগোছালো থাকার কারণে
গ. সব লেনদেন খতিয়ানে থাকে তাই
ঘ. হিসাবের চূড়ান্ত বই তাই
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.গ ৫২.গ ৫৩.খ ৫৪.খ ৫৫.ঘ ৫৬.খ ৫৭.ক ৫৮.ঘ ৫৯.খ ৬০.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন