এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩১. মোট ধারে ক্রয় খতিয়ান হিসাবে মাসের কোন তারিখে ডেবিট করা হয়?

ক. প্রথম তারিখে

খ. লেনদেন সংঘটিত হওয়ার তারিখে

গ. মাসের শেষ তারিখে

ঘ. পরের মাসের প্রথম তারিখে

৩২. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। এর কারণ কী?

ক. প্রাথমিকভাবে লেনদেন লিপিবদ্ধ করা হয় বলে

খ. লেনদেন শ্রেণিবিন্যাস করে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয় বলে

গ. লেনদেন আংশিক চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয় বলে

ঘ. লেনদেন ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় বলে

৩৩. খতিয়ানে আয় বা লাভজাতীয় হিসাবগুলো সর্বদা কী নির্দেশ করে?

ক. ডেবিট ব্যালান্স

খ. ক্রেডিট ব্যালান্স

গ. প্রারম্ভিক ব্যালান্স

ঘ. সমাপ্তি ব্যালান্স

৩৪. ধারে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ক্রয় ৩০,০০০ টাকা। এ ক্ষেত্রে খতিয়ান বইতে কোন কোন হিসাব খুলতে হবে?

ক. বিক্রয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, পাওনাদার হিসাব ও নগদান হিসাব

খ. পণ্য বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব

গ. বিক্রয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, দেনাদার হিসাব ও নগদান হিসাব

ঘ. যন্ত্রপাতি হিসাব, বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব

৩৫. জনাব সামি ব্যবসায়ের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটা ব্যাংক হিসাব খোলেন। ব্যাংক থেকে উত্তোলন করেন ৫,০০০ টাকা। চেকের মাধ্যমে মজুরি ও বেতন প্রদান করেন যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১০,০০ টাকা। ব্যাংক হিসাবের জের কত হবে?

ক. ২৫,০০০ টাকা

খ. ৩০,০০০ টাকা

গ. ৬০,০০০ টাকা

ঘ. ৭০,০০০ টাকা

৩৬. সমাপ্তি ব্যালান্স খতিয়ানের একই পৃষ্ঠায় নিচে নীত হলে কোন শব্দ ব্যবহৃত হয়?

ক. সি/এফ খ. বি/এফ

গ. সি/ডি ঘ. বি/ডি

৩৭. খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে?

ক. চূড়ান্ত হিসাবে

খ. রেওয়ামিলে

গ. দুতরফা দাখিলায়

ঘ. লাভ–লোকসান হিসাবে

৩৯. আয়জাতীয় হিসাব খাত সব সময় কোন ব্যালেন্স নির্দেশ করে?

ক. ডেবিট খ. ক্রেডিট

গ. প্রারম্ভিক ঘ. সমাপনী

৪০. খতিয়ান হিসাবের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

ক. শ্রম বিভাগের অধিক তথ্য সংরক্ষণ

খ. হিসাব খাতের শুদ্ধতা নির্ণয়ের প্রক্রিয়া রাখা

গ. টাকার ঘরের পাশে আলাদা কলাম রাখা

ঘ. হিসাব খাতের জন্য আলাদা শিরোনাম রাখা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.গ ৩২.খ ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.গ ৩৭.খ ৩৮.ক ৩৯.খ ৪০.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন