এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. হিসাববিজ্ঞানের স্থায়ী বই কোনটি?

ক. লেনদেন খ. জাবেদা

গ. খতিয়ান ঘ. আর্থিক বিবরণী

২. সহকারী খতিয়ানের ক্রেডিট জের দ্বারা কী বোঝায়?

ক. দেনা খ. পাওনা

গ. মূলধন ঘ. ব্যয়

৩. হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে?

ক. সংক্ষিপ্তকরণ

খ. শ্রেণিবিন্যাসকরণ

গ. লিপিবদ্ধকরণ

ঘ. আর্থিক ফলাফল নির্ণয়

৪. যে বইতে সমজাতীয় লেনদেনগুলো পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?

ক. খতিয়ান

খ. জাবেদা

গ. রেওয়ামিল

ঘ. উদ্ধৃত্তপত্র

৫. কোনটি হিসাবের স্থায়ী ধাপ?

ক. জাবেদা

খ. খতিয়ান

গ. বিশেষ জাবেদা

ঘ. রেওয়ামিল

৬. নিচের কোনটি ডেবিট উদ্ধৃত্ত প্রদর্শন করে?

ক. সাধারণ সঞ্চিতি

খ. দেনাদার বাট্টা সঞ্চিতি

গ. পাওনাদার বাট্টা সঞ্চিতি

ঘ. অনাদায়ী পাওনা সঞ্চিতি

৭. কোন বইকে সব বহির রাজা বলা হয়?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. ক্রয় বহি ঘ. বিক্রয় বহি

৮.‘Ledge’ শব্দের অর্থ কী?

ক. কক্ষ

খ. নিজ

গ. প্রাথমিক বই

ঘ. তাক

৯. ‘C/d’–এর পূর্ণ রূপ কোনটি?

ক. Carried down

খ. Credit discount

গ. Carried discount

ঘ. Credit down

১০.জনাব আসক নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ও ২০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। যদি বাপ্পির নিকট বিক্রয় ৮,০০০ টাকা ও ভাড়া প্রদান ৫,০০০ টাকা হয়, তবে নগদান হিসাবের জের কত হবে?

ক. ৯৫,০০০ টাকা

খ. ১,০০,০০০ টাকা

গ. ১,০৩,০০০ টাকা

ঘ. ১,০৫,০০০টাকা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.গ ২.ক ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন