১. ‘পেশা’ কোন শব্দ থেকে উদ্ভূত?
ক. জার্মান খ. ফারসি
গ. ইতালীয় ঘ. আরবি
২. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়?
ক. বস্তুগত খ. আপেক্ষিক
গ. চূড়ান্ত ঘ. বিমূর্ত
৩. পেশা বলতে বোঝায়—
i. বিশেষ জ্ঞান, দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন কর্মীর কাজ
ii. বিশেষ নীতি ও মূল্যবোধ অনুসরণ করে কাজ করা
iii. প্রতিষ্ঠানের দায়িত্ব ও সামাজিক স্বীকৃতিসম্পন্ন কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪. পেশা ও বৃত্তির মধ্যে মূল মিলটি হলো উভয়ের—
ক. জীবিকা অর্জনের পথ রয়েছে
খ. কর্ম প্রতিষ্ঠান রয়েছে
গ. নীতি ও মুল্যবোধ আশ্রিত
ঘ. বিশেষ জ্ঞান ও দক্ষতানির্ভর
৫. মূল্যবোধ কী?
ক. রীতিনীতি খ. আচরণের মানদণ্ড
গ. মানবরীতি ঘ. মানব আচরণ
৬. মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে—
i. সচেতনতাবোধ
ii. বিশ্বাসবোধ
iii. দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. মাঝির কাজটিকে বৃত্তি বলা হয় কেন?
ক. তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন নেই বলে
খ. সুসংগঠিত কাজ বলে
গ. সর্বদা কাজ করতে হয় বলে
ঘ. শারীরিক সামর্থ্যের প্রয়োজন নেই বলে
৮. গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন?
ক. গণতন্ত্রের চর্চা করার জন্য
খ. ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার জন্য
গ. জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
ঘ. গণতন্ত্র সম্পর্কে জানার জন্য
৯. কোনটি মানুষের আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে?
ক. সামাজিক প্রগতি
খ. সামাজিক বিধিবিধান
গ. সামাজিক প্রতিষ্ঠান
ঘ. সামাজিক মূল্যবোধ
১০. প্রতিটি পেশাই পরিচালিত হয়—
i. বংশমর্যাদা দ্বারা
ii. নীতিমালা দ্বারা
iii. মূল্যবোধ দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.খ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, মুন্সীগঞ্জ সরকারি কলেজ, মুন্সীগঞ্জ