১১. কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, দিনাজপুর অঞ্চলে কোনটির চাষ বেশি হয়?
ক. আম খ. চা
গ. আখ ঘ. কোকো
১২. আখ উৎপাদনের জন্য যে ধরনের মাটি প্রয়োজন—
i. বেলে দোআঁশ মাটি
ii. কর্দমাক্ত দোআঁশ মাটি
iii. জৈব পদার্থমিশ্রিত দোআঁশ মাটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
ক. গম খ. ধান
গ. আখ ঘ. চা
১৪. চা উৎপাদনের অনুকূল অবস্থা—
i. ঢালু ভূমি
ii. অপেক্ষাকৃত নিচু ভূমি
iii. প্রচুর বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঐশী বাবার সঙ্গে বেড়াতে গিয়ে দেখল, পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি। বাবা বললেন, এটি একধরনের কৃষিপদ্ধতি।
১৫. ঐশীর বাবা কোন ধরনের কৃষিপদ্ধতির ইঙ্গিত করেছেন?
ক. প্রগাঢ় খ. ব্যাপক
গ. মিশ্র ঘ. বাগান
১৬. উদ্দীপকে ইঙ্গিত করা কৃষিপদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে—
i. নারী শ্রমিকের আধিক্য
ii. ছায়াদানকারী বৃক্ষ
iii. স্বাভাবিক বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. মৌলভীবাজার বিখ্যাত কী চাষের জন্য?
ক. চা খ. তুলা
গ. তামাক ঘ. ভুট্টা
১৮. নিচের কোনটি অর্থকরী ফসল?
ক. ধান খ. গম
গ. চা ঘ. ফল
১৯. চা–চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার?
ক. ২৫০ খ. ২৭০
গ. ২৮০ ঘ. ২০০
২০. ঢাল কম থাকা সত্ত্বেও চা–চাষ হয় কোথায়?
ক. পঞ্চগড় খ. রাঙামাটি
গ. হবিগঞ্জ ঘ. সিলেট
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন