সৃজনশীল প্রশ্ন
নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও
প্রশ্ন
ক. শৈবাল সাগর কোথায় অবস্থিত?
খ. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ‘ক’ স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. চিত্রের ‘ক’ ও ‘খ’ স্রোতের মিলনস্থলের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর
ক. শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
খ. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ বায়ুপ্রবাহ। সমুদ্রের ওপর দিয়ে বাধাহীনভাবে নিয়ত বায়ু প্রবাহিত হয়। সমুদ্রের পানি এই বায়ু দ্বারা তাড়িত হয়ে একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হতে থাকে। নিয়ত বায়ুপ্রবাহের দিক অনুসরণ করে বেশির ভাগ সমুদ্রস্রোত প্রবাহিত হয়। এভাবে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে প্রভাবিত করে।
গ. উদ্দীপকের ‘ক’ স্রোতটি হলো উষ্ণ উপসাগরীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। সেখানে উত্তর নিরক্ষীয় স্রোতের একটি শাখা এসে মিলিত হয়। এ মিলিত স্রোত মেক্সিকো উপসাগরে প্রবেশ করে উপসাগরীয় স্রোত নাম ধারণ করে। ফ্লোরিডা প্রণালির মধ্য দিয়ে উপসাগরীয় স্রোত প্রবল বেগে বের হয়ে এলে উত্তর নিরক্ষীয় স্রোতের আরেকটি শাখার সঙ্গে মিলিত হয়। এই স্রোত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে অগ্রসর হয়ে সেন্ট হ্যাটেরাল অন্তরীপের নিকট দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বিখ্যাত সমুদ্র স্রোতের গতিবেগ ঘণ্টায় ৪.৫০ মাইল এবং বিস্তার ৪০-৩০০ মাইল। উষ্ণতা স্থানভেদে ৮৫-৯০° ফারেনহাইট।
ঘ. উদ্দীপকের ‘ক’ স্রোতটি হলো উষ্ণ উপসাগরীয় স্রোত এবং ‘খ’ স্রোতটি হলো শীতল ল্যাব্রাডর স্রোত। নিচে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলের তাৎপর্য বিশ্লেষণ করা হলো:
ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ব্যাপক কুয়াশা ও তুষারঝড়ে জাহাজ চলাচল ছাড়াও স্বাভাবিক কাজকর্ম ও জীবনধারণে বিঘ্ন সৃষ্টি হয়। তবে শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে নিউফাউন্ডল্যান্ডে মগ্নচড়া সৃষ্টি করে বিশ্বের অন্যতম বৃহৎ মৎস্যচারণভূমির সৃষ্টি করেছে। এটি গ্র্যান্ড ব্যাংকস মৎস্যচারণক্ষেত্র নামে পরিচিত। এ ছাড়া নরওয়ের নিকট ডগার ব্যাংক মৎসচারণক্ষেত্রও উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা ও উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে সুমেরু থেকে ভেসে আসা হিমশৈল গলনের ফল।
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের সৃজনশীল প্রশ্ন