এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

২১. হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণিতে?

ক. Amphibia খ. Chondrichthyes

গ. Reptilia ঘ. Osteichthyes

২২. উভচরের বৈশিষ্ট্য হচ্ছে—

i.দেহত্বক গ্রন্থিযুক্ত

ii. দেহ আঁশাবৃত

iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. Chondrichthyes শ্রেণির প্রাণীদের—

i. অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়

ii. সাইক্লয়েড আঁশ থাকে

iii. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. হ্যাগফিশের বৈশিষ্ট্য হলো—

i. ফুলকা ৫–১৫

ii. মুখে কর্ষিকা ৪ জোড়া

iii. অ্যামোসিট লার্ভা দশা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ—

i. সবুজ গ্রন্থি

ii. ম্যালপিজিয়ান নালিকা

iii. ফুসফুস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬.Echinodermata পর্বের সব প্রাণীই সামুদ্রিক। এ প্রাণীদের রয়েছে—

i. কাঁটাময় ত্বক

ii. পানি সংবহনতন্ত্র

iii. সুগঠিত রক্ত সংবহনতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. শ্রেণিবিন্যাসের নীতি হলো—

i. প্রতিটি প্রাণীর বৈশিষ্ট্য প্রথমেই পর্যবেক্ষণ ও লিপিবদ্ধ করা

ii. নিয়মানুযায়ী শ্রেণিবিন্যস্ত নমুনাটি যথাযথভাবে সংরক্ষণ করা

iii. নমুনাটিকে শ্রেণিবিন্যাসের একটি ধাপে স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮.উক্ত প্রক্রিয়াটির নাম কী?

ক. শ্রেণিবিন্যাস খ. অভিব্যক্তি

গ. প্রতিসাম্যতা ঘ. খণ্ডকায়ন

২৯. উল্লিখিত প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়—

i. প্রাণীর উপকারী ভূমিকা

ii. ভূতাত্ত্বিক ঘটনাবলি

iii. প্রাণীর জাতিত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও

নিপা তার বাবার সঙ্গে বাগানে কাজ করছিল। সে সময় খেয়াল করল, মাটির ছোট ছোট গর্ত থেকে নলাকার একধরনের প্রাণী বেরিয়ে আসছে। সে খুব খেয়াল করে দেখল, প্রাণীটি অসংখ্য আংটির ন্যায় খণ্ডকে বিভক্ত।

৩০. উক্ত প্রাণীটির রেচন অঙ্গের নাম কী?

ক. নেফ্রন

খ. নেফ্রিডিয়া

গ. মালপিজিয়ান নালিকা

ঘ. শিখাকোষ

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.খ ২২.গ ২৩.খ ২৪.খ ২৫.ক ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.ঘ ৩০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন