৪১. পেনসিলের শিষ প্রস্তুত করতে কী ব্যবহার করা হয়?
ক. খনিজ তেল খ. তুলা
গ. গ্রাফাইট ঘ. লৌহ
৪২. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালুর সন্ধান পাওয়া গেছে?
ক. কক্সবাজার খ. বগুড়া
গ. রাজশাহী ঘ. খুলনা
৪৩. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ভারত খ. নেপাল
গ. মালদ্বীপ ঘ. ভুটান
৪৪. নিচের কোনটি তেজস্ক্রিয় বালু?
ক. খনিজ বালু খ. চুনামাটি
গ. সিলিকা বালু ঘ. চীনামাটি
৪৫. বর্তমানে বাংলাদেশের কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে?
ক. ১৬ খ. ১৯
গ. ২২ ঘ. ২৬
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
মাটি খুঁড়ে বা খনন করে যে সম্পদ সংগ্রহ করা হয়, তা মূলত দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত।
৪৬. কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক?
ক. ম্যাগনেটাইট খ. হেমাটাইট
গ. লিমোনাইট ঘ. সিডেরাইট
৪৭. বাংলাদেশে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়?
ক. এনথ্রাসাইট খ. পিট
গ. বিটুমিনাস ঘ. লিগনাইট
৪৮. মানুষ মাটি খুঁড়ে ভূগর্ভ থেকে যে সম্পদ সংগ্রহ করে, তাকে কী বলা হয়?
ক. গুপ্তধন
খ. নবায়নযোগ্য সম্পদ
গ. অনবায়নযোগ্য সম্পদ
ঘ. খনিজ সম্পদ
৪৯. নবায়নযোগ্য শক্তিসম্পদ কোনটি?
ক. সৌরশক্তি খ. প্রাকৃতিক গ্যাস
গ. কয়লা ঘ. কাঠ
৫০. বাংলাদেশে উত্তোলিত ও রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয়, এমন খনিজ সম্পদের একক বৃহত্তম খনি কোনটি?
ক. মধ্যপাড়ার কঠিন শিলা
খ. বিজয়পুরের কাদামাটি
গ. সুনামগঞ্জের চুনাপাথর
ঘ. রাঙামাটির বেলে পাথর
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ ৪৯.ক ৫০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন