৮১. মালিক কর্তৃক ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে কী জাবেদা হবে?
ক. উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট
খ. উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট
গ. উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট
ঘ. উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট
৮২. লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে জাবেদায় লিপিবদ্ধ করার কারণ কী?
ক. খতিয়ান প্রস্তুতে সহায়তা করা
খ. হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়ার সম্ভাবনা হ্রাস করা
গ. ভুলত্রুটি হ্রাস করা
ঘ. লেনদেনের স্থায়ী সংরক্ষণ নিশ্চিত করা
৮৩. হাসানকে ঋণ প্রদানের কোন জাবেদাটি লিখতে হয়?
ক. নগদান ডেবিট, হাসান ক্রেডিট
খ. হাসান ডেবিট, ঋণ ক্রেডিট
গ. নগদান ডেবিট, হাসানের ঋণ ক্রেডিট
ঘ. হাসানের ঋণ ডেবিট, নগদান ক্রেডিট
৮৪. যদি বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন করা হয়, তাহলে কোন হিসাবটি ক্রেডিট করা হবে?
ক. প্রদেয় হিসাব খ. প্রাপ্য হিসাব
গ. বিক্রয় হিসাব ঘ. ক্রয় হিসাব
৮৫. যন্ত্রপাতি ক্রয় ৩০,০০,০০০ টাকা, যানবাহন খরচ ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা হলে, সঠিক জাবেদা কোনটি?
ক. যন্ত্রপাতি হিসাব ডে. ৩,২০,০০০ টাকা
নগদান হিসাব ক্রে. ৩, ২০,০০০ টাকা
খ. যন্ত্রপাতি হিসাব ডে. ৩,৩০,০০০ টাকা
প্রদেয় হিসাব ক্রে. ৩, ৩০,০০০ টাকা
গ. যন্ত্রপাতি হিসাব ডে. ৩,৫০,০০০ টাকা
নগদান হিসাব ক্রে. ৩, ৫০,০০০ টাকা
ঘ. যন্ত্রপাতি হিসাব ডে. ৩,০০,০০০ টাকা
সংস্থাপন ব্যয় হিসাব ডে. ৩০,০০০ টাকা
বহন খরচ হিসাব ডে. ২০,০০০ টাকা
নগদান হিসাব ক্রে. ৩, ৫০,০০০ টাকা
৮৬. দাগ কাটা চেকের মাধ্যমে ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলে কোন হিসাব ডেবিট করতে হবে?
ক. চেক হিসাব খ. বিক্রয় হিসাব
গ. ব্যাংক হিসাব ঘ. নগদান হিসাব
৮৭. প্রত্যাখ্যাত প্রাপ্য বিলের জন্য কোন জাবেদাটি লিখতে হয়?
ক. প্রাপ্য বিল হিসাব ডে.
দেনাদার হিসাব ক্রে.
খ. প্রাপ্য বিল হিসাব ডে.
সেবা আয় হিসাব ক্রে.
গ. দেনাদার হিসাব ডে.
ঘ. নগদান হিসাব ডে.
প্রাপ্য বিল হিসাব ক্রে.
৮৮. অবচয় লিপিবদ্ধকরণের আধুনিক জাবেদা দাখিলা কোনটি?
ক. অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট
খ. পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট
গ. সম্পত্তি হিসাব ডেবিট, অবচয় ব্যয় হিসাব ক্রেডিট
ঘ. অবচয় ব্যয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট
৮৯. মূলধনের ওপর সুদ ৭,০০০ টাকা। এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে?
ক. নগদান
খ. মূলধন
গ. মূলধনের সুদ
ঘ. প্রাপ্ত সুদ
৯০. জাবেদার ছকে কলামের সংখ্যা কতটি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৮১.খ ৮২.খ ৮৩.ঘ ৮৪.গ ৮৫.গ ৮৬.গ ৮৭.গ ৮৮.ঘ ৮৯.খ ৯০.গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন