এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৭১. সনাতন পদ্ধতির খতিয়ান ছক সম্পর্কে কোনটি সত্য?

ক. আটটি ঘর থাকে

খ. চারটি টাকার ঘর থাকে

গ. আধুনিক ছক

ঘ. জের নির্ণয় করা হয় না

৭২. খতিয়ানের আধুনিক পদ্ধতিতে পাওনাদার হিসাবের খাতে প্রতিবার ক্রেডিট টাকার পূরণের সঙ্গে সঙ্গে—

ক. ডেবিট টাকার ঘর পূরণ করতে হয়

খ. ক্রেডিট জেরের ঘর পূরণ করতে হয়

গ. ক্রেডিট টাকার ঘর পূরণ করতে হয়

ঘ. ডেবিট ও ক্রেডিট টাকার ঘর পূরণ করতে হয়

৭৩. প্রয়োজনে অন্তবর্তীকালীন ফলাফল নিরূপণ করা যায় কোথা থেকে?

ক. খতিয়ানের চলমান জের ছক থেকে

খ. দৈনন্দিন হিসাব থেকে

গ. খতিয়ানের ‘T’ ছক থেকে

ঘ. রেওয়ামিল থেকে

৭৪. দৈনিক বই হলো—

i. জাবেদা

ii. চূড়ান্ত হিসাব

iii. খতিয়ান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. খতিয়ানের বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়—

i. হিসাবের শুদ্ধতা নির্ণয়ের প্রক্রিয়াটি

ii. লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ কাজটি

iii. লেনদেন সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ করার দিকটি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৬. সম্পত্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা বোঝানো হয়—

i. আসবাবপত্র, যন্ত্রপাতি জাতীয় হিসাবকে

ii. সংশ্লিষ্ট সম্পত্তির মোট পরিমাণকে

iii. কারবারের মূলধন জাতীয় লাভকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৭. বিক্রয় জাবেদার প্রতিটি দফার জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন হয়—

i. প্রাপ্য হিসাব (দেনাদার) খতিয়ানে

ii. দেয় হিসাব (পাওনাদার) খতিয়ানে

iii. সহকারী খতিয়ানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৮. গ্রাহকদের ব্যক্তিগত হিসাবসমূহ পাওয়া যায়-

i. সাধারণ খতিয়ানে

ii. সহকারী খতিয়ানে

iii. প্রদেয় হিসাব খতিয়ানে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৯. খতিয়ান সংরক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-

i. ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয় করা

ii. হিসাবের ভুলত্রুটি ধরা ও তা সংশোধন করা

iii. হিসাবের স্থায়ী সংরক্ষণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮০ খতিয়ানের সম্মিলিত ক্রেডিট দিকের যোগফল অবশ্যই সমান হবে-

i. পূর্বের বছরের মূলধনের

ii. সম্মিলিত ডেবিট দিকের যোগফলের

iii. ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের পার্থক্যের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.ক ৭২.খ ৭৩.ক ৭৪.ক ৭৫.ক ৭৬.ঘ ৭৭.খ ৭৮.ঘ ৭৯.খ ৮০.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন