এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৪১. লেনদেনের সমন্বয় বা সংশোধনের দলিল কোনটি?

ক. ক্রয় চালান

খ. জাবেদা ভাউচার

গ. ডেবিট ভাউচার

ঘ. দ্বি–নকলপত্র

৪২. সমন্বয় দাখিলার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Adjusting Entries

খ.Optional Sheet

গ. Reversing Entry

ঘ. Closing Entry

৪৩. কোন দফাটি বকেয়া আয়ের অন্তর্ভুক্ত?

ক. বকেয়া বেতন

খ. বকেয়া মজুরি

গ. প্রদেয় ভাড়া

ঘ. বিনিয়োগের অনাদায়ী সুদ

৪৪. হিসাব চক্রের অষ্টম ধাপে কোন কাজটি করা হয়?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. রেওয়ামিল প্রস্তুতকরণ

গ. সমাপনী দাখিলা প্রদান

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৪৫. খতিয়ানে কোন ধরনের লেনদেনকে পৃথক শিরোনামে শ্রেণিবিন্যাস করা হয়?

ক. সমজাতীয় খ. নগদানসংক্রান্ত

গ. মূলধন জাতীয় ঘ. সম অর্থসংক্রান্ত

৪৬. সমাপনী উত্তর রেওয়ামিলে কোন হিসাব থাকে না?

ক. দায় হিসাব খ. নগদ হিসাব

গ. নামিক হিসাব ঘ. ব্যয় হিসাব

৪৭. হিসাব চক্রে চলতি হিসাবকালের বকেয়া খরচ কীভাবে সমন্বয় করা হয়?

ক. সংশ্লিষ্ট হিসাব থেকে বিয়োগ করে

খ. মূলধনের সঙ্গে যোগ করে

গ. মনিহারি থেকে বাদ দিয়ে

ঘ. সংশ্লিষ্ট খরচের সঙ্গে যোগ করে

৪৮. হিসাবরক্ষণের প্রক্রিয়াকে হিসাব চক্র বলা হয় কেন?

ক. হিসাবে শুধু মুনাফাজাতীয় লেনদেন অন্তর্ভুক্ত হয় বলে

খ. হিসাবের ছকগুলোর মধ্যে ক্রমিক নম্বর থাকার কারণে

গ. লেনদেন প্রথমে প্রাথমিক বইতে লেখার কারণে

ঘ. হিসাবরক্ষণের কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয় বলে

৪৯. কোন দাখিলার মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষিত হয়?

ক. প্রারম্ভিক দাখিলা

খ. সমন্বয় দাখিলা

গ. ভুল–সংশোধনী দাখিলা

ঘ. সমাপনী দাখিলা

৫০. হিসাবচক্রের সপ্তম ধাপে আয় বিবরণী প্রস্তুত করা হয়। এটি থেকে জানা যায়—

i. অবচয় ধার্যের উদ্দেশ্য

ii. ব্যবসায়ের নিট–লাভ–ক্ষতি

iii. কারবারের আর্থিক ফলাফল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.গ ৪২.ক ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ক ৪৬.গ ৪৭.ঘ ৪৮.ঘ ৪৯.ক ৫০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন