এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩১. হিসাব চক্রের ধাপগুলো কীভাবে আবর্তিত হয়?

ক. সমন্বিত পদ্ধতিতে

খ. শনাক্তকরণ দ্বারা

গ. চক্রবৃদ্ধি হারে

ঘ. চক্রাকারে

৩২. হিসাব চক্রে প্রারম্ভিক জাবেদার কাজ কী?

ক. লেনদেন খতিয়ানে স্থানান্তর করা

খ. আর্থিক বিবরণী প্রস্তুত করা

গ. মুনাফাজাতীয় আয় বন্ধ করা

ঘ. পরবর্তী হিসাববছর শুরু করা

৩৩. হিসাব চক্রে বিপরীত দাখিলা প্রয়োজন কেন?

ক. নতুন বছরের হিসাব খোলার জন্য

খ. সমাপনী মজুত মূল্যায়নের জন্য

গ. নামিক হিসাব বন্ধ করার জন্য

ঘ. মূলধনজাতীয় দফার পরিবর্তনের জন্য

৩৪. ‘অবচয়’ হিসাব বইতে সমন্বয় সাধন করা হয় কীভাবে?

ক. বকেয়ার ধারণা অনুসারে

খ. দুই তরফার নিয়ম অনুসারে

গ. হিসাবের রক্ষণশীল ধারণা অনুযায়ী

ঘ. আয়–ব্যয় সংযোগ নীতি অনুসারে

৩৫. সমন্বিত রেওয়ামিলের আয়–ব্যয় জাতীয় দফা দ্বারা কোন হিসাব প্রস্তুত করা হয়?

ক. ক্রয় হিসাব

খ. আর্থিক বিবরণী

গ. লাভ–লোকসান হিসাব

ঘ. মালিকানাস্বত্ব হিসাব

৩৬. হিসাবচক্রের কোন পর্যায়ে বিপরীত দাখিলা দেওয়া হয়?

ক. অষ্টম খ. নবম

গ. দশম ঘ. একাদশ

৩৭. হিসাবচক্রের ‘বিপরীত দাখিলার’ সঙ্গে ‘কার্যপত্রের’ সাদৃশ্য কোথায়?

ক. লেনদেনের ধরন একই হওয়ায়

খ. একই দিনে হিসাব প্রস্তুত করায়

গ. উভয় হিসাবেই বকেয়াভিত্তিক লেনদেন লিপিবদ্ধ করায়

ঘ. হিসাব প্রস্তুতে বাধ্যবাধকতা না থাকায়

৩৮. সময়ের ভিত্তিতে হিসাবচক্রের ধাপকে কয় ভাগে বিভক্ত করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৩৯. কোন ধরনের প্রতিষ্ঠানে কার্যপত্র প্রস্তুত করতে দেখা যায়?

ক. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানে

খ. অধিক সমন্বয়যুক্ত প্রতিষ্ঠানে

গ. অংশীদারি কারবারি সংগঠনে

ঘ. বহু শাখা বিপণিযুক্ত প্রতিষ্ঠানে

৪০. দেনাদার ও পাওনাদারের জেরের সমন্বয়ের দলিলকে কী বলে?

ক. বিক্রয় চালান

খ. জাবেদা স্মারক

গ. ডেবিট ও ক্রেডিট মেমোরেন্ডাম ভাউচার

ঘ. চেক বইয়ের দ্বি–নকল

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.খ ৪০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন