এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২১. হিসাব চক্রের প্রথম ধাপে কোন ধরনের ঘটনাগুলো শনাক্ত করা হয়?

ক. অনার্থিক ঘটনা

খ. ব্যক্তিগত ঘটনা

গ. আর্থিক ঘটনা

ঘ. অবাস্তব ঘটনা

২২. সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?

ক. রেওয়ামিল তৈরির পর

খ. চূড়ান্ত হিসাবের পর

গ. সমন্বয় দাখিলার পর

ঘ. খতিয়ানের পর

২৩. প্রত্যক্ষ খরচের হিসাবগুলো বন্ধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক. আয় বিবরণী

খ. আর্থিক অবস্থার বিবরণী

গ. নগদ প্রবাহ বিবরণী হিসাব

ঘ. মালিকানা স্বত্ব বিবরণী হিসাব

২৪. বিগত বছরের সমন্বয়গুলোর জের বন্ধ করার জন্য কোনটির প্রয়োজন?

ক. প্রারম্ভিক দাখিলা

খ. সমন্বয় দাখিলা

গ. সমাপনী দাখিলা

ঘ. বিপরীত দাখিলা

২৫. কোনটির মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পায়?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. রেওয়ামিল ঘ. সমন্বয়

২৬. আধুনিক হিসাব চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. জাবেদাভুক্তকরণ

গ. খতিয়ানভুক্তকরণ

ঘ. রেওয়ামিল প্রস্তুতকরণ

২৭. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়?

ক. গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য

খ. প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য

গ. ব্যবসায়ের মুনাফা বৃদ্ধির জন্য

ঘ. সম্পত্তির অবচয় বের করার জন্য

২৮. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কী দ্বারা?

ক. শুধু নগদ আয় ও ব্যয় দ্বারা

খ. শুধু প্রাপ্তি ও প্রদান দ্বারা

গ. যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান দ্বারা

ঘ. মূলধন জাতীয় নগদ প্রাপ্তি ও নগদ দ্বারা

২৯. মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত করা হয় কেন?

ক. মোট লাভ জানার জন্য

খ. নিট লাভ জানার জন্য

গ. মালিকের দেনা–পাওনা জানার জন্য

ঘ. সম্পত্তি ও দায়ের পরিমাণ জানার জন্য

৩০. কারবারি প্রতিষ্ঠানে ‘ক্রয় চালান’ প্রস্তুত করা হয় কেন?

ক. নতুন সংশোধনী দাখিলা প্রদানের জন্য

খ. নগদ অর্থ বিতরণের তথ্য প্রদর্শনের জন্য

গ. পাওনাদার জেরের সমন্বয় সাধনের জন্য

ঘ. ক্রয়সংক্রান্ত লেনদেনের প্রমাণ রাখার জন্য

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.গ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.গ ৩০.ঘ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন