৫১. কোনটি আখ উৎপাদনকারী প্রধান দেশ?
ক. চীন খ. ব্রাজিল
গ. ভারত ঘ. থাইল্যান্ড
৫২. বাংলাদেশের কোন কোন অঞ্চলে পাটের চাষ ভালো হয়?
ক. যশোর, ঢাকা, কুষ্টিয়া
খ. পটুয়াখালী, ফরিদপুর, ময়মনসিংহ
গ. যশোর, ঢাকা, বরগুনা
ঘ. পাবনা, রাজশাহী, হবিগঞ্জ
৫৩. বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি প্রসার লাভ করেছে?
ক. পূর্বাঞ্চলের খ. পশ্চিমাঞ্চলের
গ. দক্ষিণাঞ্চলের ঘ. উত্তরাঞ্চলের
নিচের ছকটি পড়ে ৫৪ ও ৫৫ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
শস্য――বৃষ্টিপাত(সেন্টিমিটার)――মৃত্তিকা
X――――১৫২-২৫৪―――― লৌহমিশ্রিত দোআঁশ
৫৪. ছকের X চিহ্নিত শস্যটির নাম কী?
ক. ধান খ. গম
গ. চা ঘ. আখ
৫৫. উক্ত শস্যটি কোন কোন দেশে ভালো হয়?
ক. ব্রাজিল, ভারত, চীন
খ. কানাডা, চীন, সাইবেরিয়া
গ. বাংলাদেশ, সুইডেন, চীন
ঘ. ভারত, চীন, শ্রীলঙ্কা
৫৬. চীনের কোন প্রদেশকে ধানের গোলা বলা হয়?
ক. সিচুয়ান খ. হুনান
গ. ফুজিয়ান ঘ. শানশি
৫৭. পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত পানীয়টির শ্রেষ্ঠ উৎপাদনকারী দেশ নিচের কোনটি?
ক. চীন খ. ভারত
গ. ব্রাজিল ঘ. কেনিয়া
৫৮. বাংলাদেশের যেসব জেলা চা–বাগানের জন্য বিখ্যাত—
i. কক্সবাজার
ii. মৌলভীবাজার
iii. হবিগঞ্জ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. বাংলাদেশের কোন বিভাগে পাট বেশি উৎপন্ন হয়?
ক. ঢাকা খ. রাজশাহী
গ. সিলেট ঘ. খুলনা
৬০. Camellia sinensia কিসের বৈজ্ঞানিক নাম?
ক. গম খ. চা
গ. ধান ঘ. আদা
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.খ ৫২.ক ৫৩.ঘ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.খ ৫৭.ক ৫৮.গ ৫৯.ক ৬০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন