আলিমে তৃতীয় ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা
মরহুম কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা (নেছারাবাদ মাদ্রাসা) এবার আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে। এ মাদ্রাসা থেকে এবার ১৭৪ জন ছাত্র আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১৮ জন জিপিএ-৫ এবং বাকি সবাই এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত বছর এ প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিল।
মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট গ্রহণ, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফিডব্যাক ক্লাস, শিক্ষাসহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য ঘণ্টাওয়ারি পরিদর্শক ও টিউটর শিক্ষকের ব্যবস্থা এবং অভিভাবক সম্মেলনসহ অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে। ঝালকাঠি প্রতিনিধি
প্রথমবারেই চমক
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে অবস্থিত তেতুল শেখ কলেজ এইচএসসি পরীক্ষায় প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছে। জেলার তিনটি সরকারি কলেজসহ ২০ কলেজকে পেছনে ফেলে পাসের হারে প্রথম স্থান পেয়েছে কলেজটি। কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কলেজের শিক্ষার্থীরা এ বছরই প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। মানবিক শাখা থেকে ৭৭ জন অংশ নিয়ে পাস করেছেন ৭৪ জন, জিপিএ-৫ পেয়েছেন তিনজন। ব্যবসায় শিক্ষায় পাঁচজন অংশ নিয়ে পাস করেছেন তিনজন। পাসের হার ৯৩ শতাংশ। চুয়াডাঙ্গা প্রতিনিধি
জিপিএ-৫ সেরা বরিশাল জেলা
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫-এ সেরা বরিশাল জেলা। ছয় জেলার মধ্যে এক হাজার ১৪৯টি জিপিএ-৫ পেয়েছেন বরিশাল জেলার শিক্ষার্থীরা। তবে পাসের হারে তৃতীয় হয়েছে জেলাটি। জেলার ৮৪টি কলেজের ২০ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৭৫২ জন। পাসের হার ৭২ দশমিক ৮২। বরিশাল অফিস
১০টিই বরিশালের দখলে
বরিশাল শিক্ষা বোর্ড পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে বোর্ডসেরা ২০টি কলেজ মনোনীত করেছে। সেরা ২০ কলেজের ১০টিই পড়েছে বরিশাল জেলায়। বাকি ১০টি বরগুনা, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুর জেলার দখলে। বোর্ডে বরিশাল জেলার সেরা প্রতিষ্ঠানগুলো হলো বরিশাল ক্যাডেট কলেজ প্রথম, অমৃত লাল দে মহাবিদ্যালয় দ্বিতীয়, বরিশাল সরকারি মহিলা কলেজ তৃতীয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ পঞ্চম, বাবুগঞ্জ কলেজ অষ্টম, গৌরনদীর মাহিলারা ডিগ্রি কলেজ নবম, আগৈলঝাড়ার শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ একাদশ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ত্রয়োদশ, হিজলা কলেজ পঞ্চদশ এবং উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজ সপ্তদশ। বরিশাল অফিস
পাসের হারে সেরা বরগুনা জেলা
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছয় জেলার মধ্যে বরগুনা জেলা প্রথম স্থানে রয়েছে। এই জেলা থেকে পাঁচ হাজার ৬৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে চার হাজার ৪৫৪ জন পাস করেছেন। পাসের হার ৭৯ দশমিক শূন্য ৭ ভাগ। পাসের হার বিবেচনায় দ্বিতীয় ঝালকাঠি জেলা। এ জেলায় পাসের হার ৭৩ দশমিক ৩৩ ভাগ। নিজস্ব প্রতিবেদক, বরগুনা