‘ইউজিসি প্রফেসর’ হাসিনা খান

হাসিনা খান
হাসিনা খান

দেশের খ্যাতিমান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খানকে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নির্বাচন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী দুই বছরের জন্য তাঁকে এই পদের জন্য নির্বাচন করা হয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বিজ্ঞানী ইলিশের জিনরহস্য ও পাটের জিনবিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসর’ নির্বাচন কমিটির সভায় গতকাল বুধবার এই সিদ্ধান্ত হয় বলে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। যোগদানের তারিখ থেকে তাঁর মেয়াদ শুরু হবে।

নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ‘ইউজিসি প্রফেসর’ করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপক সর্বোচ্চ যে সুযোগ–সুবিধা পান, ‘ইউজিসি প্রফেসর’ সেই সুযোগ–সুবিধা পাবেন।

‘ইউজিসি প্রফেসররা’ তাঁদের পছন্দ অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। অধ্যাপক হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।