আই-স্টুডেন্ট এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প

আই–স্টুডেন্ট সোহেল অনলাইনে প্রথম আলো পড়ে
আই–স্টুডেন্ট সোহেল অনলাইনে প্রথম আলো পড়ে

জীবন বদলের ক্ষেত্রে ইন্টারনেটের কোনো বিকল্প নেই। তাই ডিজিটাল একটি প্রজন্ম তৈরির প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি ইন্টারনেটকে সঙ্গে নিয়ে। ইন্টারনেট দেয় তথ্যের ভুবনে অবাধ প্রবেশাধিকার, যোগাযোগের সহজ মাধ্যম এবং উন্নত জীবনে এগিয়ে যাওয়ার প্রেষণা। আই-স্টুডেন্ট হলো এমনই একজনের এগিয়ে যাওয়ার গল্প।
১. আই–স্টুডেন্ট সোহেল
২. আই–স্টুডেন্ট সোহেল অনলাইনে প্রথম আলো পড়ে
৩. পথ চিনতে চোখ রাখে গুগল ম্যাপে
৪. ক্লাশে পড়ার পাশাপাশি সে তথ্যের জন্য উইকিপিডিয়ার সাহায্য নেয়
৫. পৃথিবী সোহেলের হাতের মুঠোয়, ওর আছে অপেরা ব্রাউজার
৬. সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখে ফেসবুকে
৭. সোহেল মেইলে তার কোর্স অ্যাসাইনমেন্ট জমা দেয়
৮. এক বুক স্বপ্ন, বানাবে অনেক বড় কিছু, হবে স্থপতি, সেই স্বপ্ন ছুঁয়ে যায় ইউ টিউবে
৯. অনেক শুভকামনা সোহেলের জন্য